কুরবানির পশু জবাই করার দোয়া।

  কুরবানী হোক বা এমনিতেই জবাই করা হোক সর্বাবস্থায় আল্লাহর নাম তথা বিসমিল্লাহ বা আল্লাহু আকবার বা আল্লাহ তা’আলার সাথে খাছ যে কোন নাম উচ্চারণ করা আবশ্যক। তবে কুরবানীর সময় আলাদাভাবে একটি দুআ পড়া মুস্তাহাব। হাদিসে এসেছে, عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ ذَبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الذَّبْحِ كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مُوجَأَيْنِ، فَلَمَّا وَجَّهَهُمَا قَالَ إِنِّي وَجَّهْتُ …

Read More »

কুরবানীর চামড়া ধ্বংস করা যাবে?

কুরবানীর পশুর চামড়া নিজের কাজে ব্যহার করা ইসলামের নিয়ম। তবে যদি চামড়া নিজের কোন কাজে ব্যবহার করতে না পারে এবং বিক্রি করার প্রয়োজনীয়তা দেখা দেয়, কিন্তু কোন কারনে বিক্রি করতে না পারে অথবা সিন্ডিকেটের কবলে পড়ে দাম কমে যায়,এমতাবস্থায় উক্ত চামড়া গরীবের মাঝে সাদাকা করে দেবে বা লবন দিয়ে সংরক্ষণ করে রাখবে অথবা অন্য কোন কাজে ব্যবহার করবে। হাদিসে এসেছে, …

Read More »

ভুলে আল্লাহর নাম ছাড়া কুরবানী করার বিধান।

কোন পশু জবাহ করার সময় আল্লাহর নামে জবাহ করা ওয়াজিব। ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে দিলে সে পশু খাওয়া হারাম হয়ে যাবে। কেননা, আল্লাহ তাআলা বলেন, وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ অর্থ: যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় নি, সেগুলো থেকে ভক্ষণ করো না। এ ভক্ষণ করা গোনাহ। সুরা আনআম আয়াত: ১২১ তবে জবাহ করার সময় …

Read More »

প্রাপ্ত বয়স্ক মেয়ে বাবার সাথে ঘুমাতে পারবে?

IMG 20210522 170331

  মেয়ে প্রাপ্ত বয়স্কা হলে বাবা ও প্রাপ্ত বয়স্ক ভাই থেকে আলাদা ঘুমাতে হবে।একসাথে একই বিছানায় ঘুমানো যাবে না। কারণ হাদিস শরীফে এসেছে, عن عمرو بن شعيب عن ابيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم ‏مروا اولادكم بالصلاة وهم ابناء سبع سنين واضربوهم عليها وهم ابناء عشر سنين وفرقوا بينهم في المضاجع অর্থ: আমর ইবনু শু‘আইব …

Read More »

কুরবানীর পশুর চামড়ার বিধান কি?

  চামড়া কি করতে হবে? কুরবানীর পশুর মাংস বা চামড়াসহ কোন অংশই বিক্রি করা যাবে না। বরং নিজের কাজে ব্যাবহার করতে হবে। কারণ হাদিসে এসেছে, عن أبي هريرة قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ مَنْ بَاعَ جِلْدَ أُضْحِيّتِهِ فَلاَ أُضْحِيّةَ لَهُ অর্থঃ হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার কুরবানীর চামড়া (নিজের …

Read More »

নামাজের পর কুরবানীর পশু জবাহ করতে হবে।

  কুরবানীর দিন ঈদের নামাজ শেষ করার পর কুরবানীর পশু জবাহ করতে হবে। কেননা রাসূলুল্লাহ সা: বলেছেন, قال جندب بن سفيان البجلي رضى الله عنه صَلّى النبيُّ ﷺ يَومَ النَّحْرِ ثُمَّ خَطَبَ ثُمَّ ذَبَحَ فَقالَ مَن ذَبَحَ قَبْلَ أنْ يُصَلِّيَ فَلْيَذْبَحْ أُخْرى مَكانَها ومَن لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ باسْمِ اللَّهِ অর্থঃ সাহাবি জুনদাব ইবনে সুফিয়ান আল-বাজালী (রা.) বলেছেন, নবী কারীম (সা.) …

Read More »

মৃত ব্যক্তির জন্য সাদাকা করা জায়েয?

IMG 20210522 170431

  মৃত ব্যক্তির জন্য সাদাকা করা জায়েয আছে। কারণ এ বিষয়ে হাদীসে এসেছে, عن عائشة رضى الله عنها أن رجلا أتى النى صلى الله عليه وسلم فقال يارسول الله أنَّ رَجُلًا أَتى النبيَّ ﷺ فَقالَ يا رَسولَ اللهِ إنَّ أُمِّيَ افْتُلِتَتْ نَفْسُها وَلَمْ تُوصِ وَأَظُنُّها لو تَكَلَّمَتْ تَصَدَّقَتْ أَفَلَها أَجْرٌ إنْ تَصَدَّقْتُ عَنْها قالَ نَعَمْ অর্থঃ আয়েশা রা. থেকে বর্ণিত, …

Read More »

মৃত মানুষের পক্ষ থেকে কুরবানী করা যাবে?

  মৃত মানুষের পক্ষ থেকে কুরবানী করা জায়েয আছে। কারণ হাদিসে এসেছে, عن عائشة أم المؤمنين قالت أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِكَبْشٍ أَقْرَنَ يَطَأُ فِي سَوَادٍ وَيَنْظُرُ فِي سَوَادٍ وَيَبْرُكُ فِي سَوَادٍ فَأُتِيَ بِهِ فَضَحَّى بِهِ فَقَالَ يَا عَائِشَةُ هَلُمِّي الْمُدْيَةَ ثُمَّ قَالَ اشْحَذِيهَا بِحَجَرٍ فَفَعَلَتْ فَأَخَذَهَا وَأَخَذَ الْكَبْشَ فَأَضْجَعَهُ وَذَبَحَهُ وَقَالَ بِسْمِ اللَّهِ اللَّهُمَّ تَقَبَّلْ …

Read More »

কুরবানীর পশু যবাহ করার সময় সহজ করা।

  কুরবানীর পশুর যবাহ করার সময় বিনা কষ্টে খুবই শীঘ্রতার সাথে যবাহ করা উচিৎ। যেন পশুর প্রতি অতিরিক্ত কষ্ট না হয়। কারণ হাদিসে এসেছে, عن شداد بن أوس رضى الله عنه أن النبى صلى الله عليه وسلم قال إنَّ اللَّهَ كَتَبَ الإحْسانَ على كُلِّ شيءٍ، فَإِذا قَتَلْتُمْ فأحْسِنُوا القِتْلَةَ، وإذا ذَبَحْتُمْ فأحْسِنُوا الذَّبْحَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، فَلْيُرِحْ ذَبِيحَتَهُ অর্থঃ সাহাবি …

Read More »

কুরবানীর মাংস ফ্রীজিং করা যাবে কি না?

  কুরবানীর মাংস শুকিয়ে বা ফ্রীজিং করে রেখে সারা বছর খেতে পারবে। কারণ হাদিসে এসেছে, عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ دَفَّتْ دَافَّةٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ حَضْرَةَ الْأَضْحَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُوا وَادَّخِرُوا ثَلَاثًا فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ النَّاسَ كَانُوا يَنْتَفِعُونَ مِنْ أَضَاحِيِّهِمْ يَجْمُلُونَ مِنْهَا الْوَدَكَ وَيَتَّخِذُونَ مِنْهَا الْأَسْقِيَةَ قَالَ وَمَا ذَاكَ …

Read More »