বিপদে পড়লে বা কিছু হারিয়ে গেলে এ দুআ পড়া:

বিপদে পড়লে বা হারিয়ে গেলে এ দুআ পড়া: হাদিস শরীফে এসেছে, عن أم سلمة أم المؤمنين قالت سَمِعْتُ رَسولَ اللهِ صَلّى اللَّهُ عليه وَسَلَّمَ يقولُ ما مِن عَبْدٍ تُصِيبُهُ مُصِيبَةٌ فيَقولُ إنّا لِلَّهِ وإنّا إلَيْهِ راجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي في مُصِيبَتِي وَأَخْلِفْ لي خَيْرًا منها إلّا أَجَرَهُ اللَّهُ في مُصِبَتِهِ وَأَخْلَفَ له خَيْرًا منها অর্থাৎ হজরত উম্মে সালমা রা. থেকে বর্ণিত, …

Read More »

কোন সম্প্রদায় দ্বারা ক্ষতির আশংকা থাকলে এ দু‘আ পড়তে হয়।

  হাদিস শরীফে এসেছে, عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللهِ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم كَانَ إِذَا خَافَ قَوْمًا قَالَ اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ অর্থাৎ আবূ বুরদা ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) সূত্রে বর্ণিত। তার পিতা তাকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করলে বলতেনঃ اللَّهُمَّ …

Read More »

আকস্মিক বিপদ থেকে বাঁচার দু’আ।

  হাদিস শরীফে এসেছে, عن عُثْمَانَ ابْن عَفَّانَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ قَالَ بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ ثَلَاثُ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ অর্থাৎ হযরত উসমান ইবনে আফফান …

Read More »

জাহান্নাম থেকে বাঁচার আমল:

  হাদিস শরীফে এসেছে, عَنْ مُسْلِمِ بْنِ الْحَارِثِ التَّمِيمِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ أَسَرَّ إِلَيْهِ فَقَالَ إِذَا انْصَرَفْتَ مِنْ صَلَاةِ الْمَغْرِبِ فَقُلْ اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذَلِكَ ثُمَّ مِتَّ فِي لَيْلَتِكَ كُتِبَ لَكَ جِوَارٌ مِنْهَا وَإِذَا صَلَّيْتَ الصُّبْحَ فَقُلْ كَذَلِكَ فَإِنَّكَ إِنْ مِتَّ فِي يَوْمِكَ كُتِبَ لَكَ جِوَارٌ مِنْهَا أَخْبَرَنِي أَبُو …

Read More »

ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া কি বিদআত?

ফরজ নামাজের পর দোয়া করার ব্যাপারে বর্তমান সময়ে বিভিন্ন অঙ্গনে বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা যাচ্ছে। কেউ কেউ তো এটাকে সরাসরি বিদ’আত বলে বক্তব্য দিয়ে যাচ্ছেন। অথচ এর স্বপক্ষে অসংখ্য প্রমাণ রয়েছে। তবে আলোচনাটি কয়েকভাবে বিভক্ত করতে চাই। ১. হাত তুলে দুআ করা। ২. হাত তুলে দুআ করার পর মুখে হাত বুলানো। ৩. যেকোনো মজলিসে সম্মিলিত দুআ করা। ৪. ফরজ …

Read More »

নবীজির মত ঠোট নাড়ানো কি জায়েয?

IMG 20210420 144443

উস্তাযে মুহতারাম মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সাহেব কোনো একটি মাহফিলে নবীজি সা. এর ঠোট নাড়ানোর দৃশ্য দেখিয়েছিলেন। কিন্তু এটাকে নিয়ে জেনারেল শিক্ষিত মহলে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে। অনেকে তো এটাকে রীতিমত ধর্মীয় অনূভুতিতে আঘাত বলে চালিয়ে দিয়েছেন। অনেকে এটা নবী সা. এর সাথে বেয়াদবি বলে বক্তব্য দিয়েছেন। অথচ এ কাজটি সাহাবায়ে কেরাম এবং তাবেয়ীন থেকে সহিহ হাদিসে প্রমাণিত। সহিহ …

Read More »

মহিলারা চুলে কালার করতে পারবে কিনা ?

IMG 20210522 164926

  মহিলারা শুধুমাত্র স্বামীর খুশি ও দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে চুল বাদামী, সোনালি, লালচে প্রভৃতি কালার করতে পারবে। কারণ হাদিস শরীফে এসেছে, إِنَّ أَبَا هُرَيْرَةَ رضى الله عنه قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لاَ يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ অর্থ: হযরত আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহুদী ও নাসারারা (দাঁড়ি …

Read More »

পশু পাখি পোষা জায়েয?

IMG 20210522 165012

পশু পাখি পোষা জায়েয আছে। কারণ হাদিস শরীফে এসেছে, عَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ خُلُقًا وَكَانَ لِي أَخٌ يُقَالُ لَهُ أَبُو عُمَيْرٍ قَالَ أَحْسِبُهُ فَطِيمًا وَكَانَ إِذَا جَاءَ قَالَ يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ نُغَرٌ كَانَ يَلْعَبُ بِهِ فَرُبَّمَا حَضَرَ الصَّلاَةَ وَهُوَ فِي بَيْتِنَا فَيَأْمُرُ بِالْبِسَاطِ الَّذِي تَحْتَهُ فَيُكْنَسُ وَيُنْضَحُ ثُمَّ يَقُومُ وَنَقُومُ خَلْفَهُ …

Read More »

বিড়াল পালা কি বৈধ?

IMG 20210522 165047

বিড়াল পালা জায়েয। হাদীস শরীফে আছে, عن أَنَسَ بْن مَالِكٍ رضى الله عنه يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيُخَالِطُنَا حَتَّى يَقُولَ لأَخٍ لِي صَغِيرٍ يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ অর্থ: হযরত আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মেলামেশা করতেন, এমনকি তিনি আমার এক ছোট ভাইকে জিজ্ঞেস করলেনঃ হে …

Read More »

কুকুর পালা কি জায়েয?

IMG 20210522 165155

শরীয়তসম্মত ওজর ছাড়া কুকুর পালা জায়েয নয়, বরং এটা মারাত্মক গুনাহের কাজ। হাদীস শরীফে এসেছে, عَنْ أَبِي طَلْحَةَ رضى الله عنهم قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ تَصَاوِيرُ অর্থ: হযরত আবূ ত্বলহা রা. হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফেরেশতা ঐ ঘরে প্রবেশ করেন না, যে ঘরে কুকুর থাকে …

Read More »