👉🏻 মাহফিল বাতিল করতে চাইলে অন্তত একমাস আগে জানাতে হবে।
👉🏻 আমার কোনো মুরব্বীর ডাক আসলে বা অসুস্থতা কিংবা শরয়ী কোনো ওজরের কারণে মাহফিলে যেতে না পারলে কোনো প্রকার চাপ প্রয়োগ করা যাবে না। সে ক্ষেত্রে রাহ খরচ দিয়ে থাকলে নিজ দায়িত্বে ফিরিয়ে নেবেন।
👉🏻 ফরমে লেখা সময় অনুযায়ী স্টেজে উঠাতে হবে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় আবেদন করা যাবে না।
👉🏻 কোনো নির্ধারিত বিষয়বস্তু থাকলে বা কালেকশনের দায়িত্ব থাকলে দাওয়াত দেওয়ার সময় জানাতে হবে।
👉🏻 সাউন্ড সিস্টেম অবশ্যই ভালো হতে হবে। প্রয়োজনে বক্স ও মনিটর রাখবেন।
উপোরক্ত বিষয়সমূহের উপর একমত হলে নিচের খালিঘরগুলো পূরণ করুন 👇