Home > বেরলবী মতবাদ

বেরলবী মতবাদ

মোখতারে কুল শীর্ষক আকীদা।

ইসলামের সুস্পষ্ট ও সর্বজন বিদিত একটি আকীদা, যার পক্ষে যুক্তিভিত্তিক প্রমাণাদী ছাড়াও অনেক আয়াত ও হাদীসের স্পষ্ট ঘোষণা রয়েছে, তা এই যে, সৃষ্টিজগতের সকল কিছুর মালিক-মোখতার একমাত্র আল্লাহ রাব্বুল  আলামীন। কিন্তু বেরলভী জামাতের আকীদা এর সম্পূর্ণ বিপরীত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে  মোখতারে কুল মনে করে।  আহমদ রেযা খান বেরলবীর দাবি: حضور ہر قسم کی حاجت روائی فرما سکتے ہیں، دنیا و آخرت کی مرادیں …

Read More »

নবিজি স: জাহান্নাম থেকে রক্ষাকারী।

আহমাদ রেজা খান বেরলবীর দাবি: خداۓ قہار ہے غضب پر کہلے ہیں بدکاریوں کے دفتر، بچا لو آکر شفیع محشر تمہارا بندہ عذاب میں ہے- অর্থ: রাগাম্বিত খোদা রাগে খুলেছেন বদকারীদের দপ্তর, হে হাশরের সুপারিশকারী, এসে রক্ষা করো, তোমার বান্দা আজাবে গ্রেফতার সূত্র: হাদায়েকে বখশিশ খ: ১ পৃ: ১৮১

Read More »

ইবলিস মিথ্যা পছন্দ করে না।

আহমাদ রেজা খান বেরলবীর দাবি: وہ (ابلیس) کذب کو اپنے لیے بھی پسند نہیں کرتا সূত্র: আহকামে শরীয়াত মাসআলা নং: ৩৯ পৃ: ১৩৫

Read More »

কোনো রাসুল শহীদ হননি…বেরলবী।

আহমাদ রেজা খান বেরলবীর দাবি: رسول کوئی شہید نہ ہوا অর্থ: কোনো রাসুল শহীদ হননি। সূত্র: মালফুযাতে আ’লা হযরত খ: ৪ পৃ: ৪৬৩ জবাব: لَقَدْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَأَرْسَلْنَا إِلَيْهِمْ رُسُلاً كُلَّمَا جَاءهُمْ رَسُولٌ بِمَا لاَ تَهْوَى أَنْفُسُهُمْ فَرِيقًا كَذَّبُواْ وَفَرِيقًا يَقْتُلُونَ অর্থ: আমি বনী-ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রাসুল প্রেরণ করে ছিলাম। যখনই তাদের …

Read More »