ঝাড়ফুঁক কি ইসলামে জায়েয?

IMG 20200514 010418

এ ব্যপারে রাসুল স: থেকে দু ধরণের হাদিস এসেছে।কোন কোন হাদিসে ঝাড়ফুঁক কে শিরক বলা হয়েছে। ১. ঝাড়ফুঁক শিরক সম্বলিত হাদিস: عن عبد الله بن مسعود رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انّ الرّقَى وَالتّمَائِمَ وَالتِّوَلَةَ شِرْكٌ অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা: থেকে বর্ণিত নবিজি স: বলেন, নিশ্চয় রুকইয়া, তামীমা ও তিওয়ালা শিরক। …

Read More »

শরীর থেকে রক্ত বের হলে রোযা নষ্ট হবে?

রোযা অবস্থায় শরীর থেকে বক্ত বের হল, রোযা নষ্ট হবে না। চাই ইচ্ছা করে বের করুক বা অনিচ্ছায়, অল্প হোক বা বেশি। কারণ রাসুল স: রোযা অবস্থায় হিজামা করিয়ে রক্ত বের করেছেন। হাদিসে এসেছে, عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم احتجم وهو محرم واحتجم وهو صائم অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, …

Read More »

নেবুলাইজারে রোযা নষ্ট হবে?

IMG 20200510 020649

মূলত নেবুলাইজারের মাধ্যমে শ্বাষকষ্ট দূর করার জন্য ঔষধ তরল বা বাষ্প আকারে ভিতরে প্রবেশ করানো হয়ে থাকে। ফলে রোযা নষ্ট হয়ে যাবে। (তবে যদি শুধু বাতাস ভিতরে প্রবেশ করায় তাহলে রোযা নষ্ট হবে না।) কারণ হাদিসে এসেছে, عنِ ابنِ عبّاسٍ رَضِي اللَّهُ عنهُما قال إنما الفِطرُ مما دخلَ وليسَ مما خرجَ অর্থ: হযরত ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত তিনি বলেন, …

Read More »

রোযাদার গোসলে সাবান ব্যবহার করতে পারবে।

IMG 20200516 122001

রোযা রেখে গোসলের সময সাবান শ্যাম্পু ব্যবহার করতে কোন অসুবিধা নেই। কারণ সাবান বা শ্যাম্পু শরীরের উপরে পরিস্কার করে, ভেতরে প্রবেশ করে না।ফলে রোযার কোন ক্ষতি হবে না। কারণ হাদিসে এসেছে, عنِ ابنِ عبّاسٍ رَضِي اللَّهُ عنهُما قال إنما الفِطرُ مما دخلَ وليسَ مما خرجَ অর্থ: হযরত ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত তিনি বলেন, রোযা নষ্ট হয় শরীরে কিছু প্রবেশ …

Read More »

কানে ঔষধ বা তেল দিলে রোযা হবে না?

কানে ঔষধ বা তেল দিলে সাধারণত তা গলার ভেতরে চলে যায়, ফলে রোযা ভেঙ্গে যাবে এবং পরে কাযা করে নিতে হবে। কারণ হাদিসে এসেছে, عنِ ابنِ عبّاسٍ رَضِي اللَّهُ عنهُما قال إنما الفِطرُ مما دخلَ وليسَ مما خرجَ অর্থ: হযরত ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত তিনি বলেন, রোযা নষ্ট হয় শরীরে কিছু প্রবেশ করলে, শরীর থেকে কিছু বের হলে নয়। …

Read More »

রোযা অবস্থায় টুথব্রাশ করা মাকরুহ।

IMG 20200510 000953

রোযাদারের জন্য টুথব্রাশ করা মাকরুহ। কারণ টুথব্রাশ করলে পেস্ট বা মাজনের কিছু গলার ভেতরে চলে যাওয়াটা স্বাভাবিক। আর যদি গলার ভেতর চলে যায়, তাহলে রোযা নষ্ট হয়ে যাবে। কারণ হাদিসে এসেছে, عنِ ابنِ عبّاسٍ رَضِي اللَّهُ عنهُما قال إنما الفِطرُ مما دخلَ وليسَ مما خرجَ অর্থ: হযরত ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত তিনি বলেন, রোযা নষ্ট হয় শরীরে কিছু প্রবেশ …

Read More »

হস্তমৈথুন করলে রোযা নষ্ট হবে।

IMG 20200510 023125

রোযা রেখে হস্তমৈথুন করার ফলে বীর্যপাত হলে রোযা ভেঙ্গে যাবে। আর যদি বীর্যপাত না হয়, তাহলে রোযা নষ্ট হবে না। কারন বীর্যপাত হওয়ার অর্থ হলো কাম উত্তেজনার চূড়ান্ত স্বাদ গ্রহণ করা। যা হাদিসে নিষেধ। হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত নবিজি স: বলেন, والَّذِي نَفْسِي بيَدِهِ لَخُلُوفُ فَمِ الصّائِمِ أطْيَبُ عِنْدَ اللَّهِ تَعالى مِن رِيحِ المِسْكِ. يَتْرُكُ طَعامَهُ وشَرابَهُ وشَهْوَتَهُ …

Read More »

রোযা রেখে আলট্রাসনোগ্রাম করা যাবে

IMG 20200516 120858

আলট্রাসনোগ্রাম পরীক্ষায় যে ঔষধ বা যন্ত্র ব্যবহার করা হয়, তার সবই চামড়া বা স্কীনের উপরে থাকে, ভেতরে প্রবেশ করে না। তাই আলট্রাসনোগ্রাম করলে রোযা নষ্ট হবে না।কারণ হাদিসে এসেছে, عنِ ابنِ عبّاسٍ رَضِي اللَّهُ عنهُما قال إنما الفِطرُ مما دخلَ وليسَ مما خرجَ অর্থ: হযরত ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত তিনি বলেন, রোযা নষ্ট হয় শরীরে কিছু প্রবেশ করলে, শরীর …

Read More »

রোজা অবস্থায় মস্তিষ্ক অপারেশন:

রোযা রেখে মস্তিষ্ক অপারেশন করালে, রোযা নষ্ট হবে না। যদিও অপারেশনে কোনো তরল ঔষধ ব্যবহার করা হয়। কেননা মস্তিষ্ক থেকে গলা পর্যন্ত সরাসরি কোনো নালিপথ নেই। তাই মস্তিষ্কে কোনো কিছু দিলে তা গলায় পৌঁছে না। আর মূলত কোরআন শরীফে রোযাদারের জন্য খাদ্য আহার করা নিষেধ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ …

Read More »

রোযা অবস্থায় অক্সিজেন নেয়া

IMG 20200516 125103

অক্সিজেন কি? যদি রক্ত পরীক্ষার ফলাফলে দেখা যায়, আপনার রক্তে অক্সিজেনের পরিমাণ যা থাকা উচিত তার চেয়ে কম আছে তখন ওষুধের মতো অক্সিজেন ব্যবহার করতে হবে। নাকে নল দিয়ে সাধারণত এ অক্সিজেন দেয়া হয়ে থাকে। সূত্র: দৈনিক যুগান্তর ২৮ ডিসেম্বর ২০১৮ ঈ: রোযা অবস্থায় অক্সিজেন ব্যবহারের বিধান: রোযা অবস্থায় ঔষধ মিশ্রিত অক্সিজেন ব্যবহার করলে রোযা নষ্ট হয়ে যাবে। তবে বাতাসের …

Read More »