কুরবানীর পশুর চামড়া নিজের কাজে ব্যহার করা ইসলামের নিয়ম। তবে যদি চামড়া নিজের কোন কাজে ব্যবহার করতে না পারে এবং বিক্রি করার প্রয়োজনীয়তা দেখা দেয়, কিন্তু কোন কারনে বিক্রি করতে না পারে অথবা সিন্ডিকেটের কবলে পড়ে দাম কমে যায়,এমতাবস্থায় উক্ত চামড়া গরীবের মাঝে সাদাকা করে দেবে বা লবন দিয়ে সংরক্ষণ করে রাখবে অথবা অন্য কোন কাজে ব্যবহার করবে। হাদিসে এসেছে,
أن النبي صلى الله عليه وسلم قال وتَمَتَّعُوا بجلودِها ولا تَبِيعُوها
অর্থঃ রাসুলুল্লাহ স: বলেন, তোমরা কুরবানীর পশুর চামড়া দ্বারা উপকৃত হও, বিক্রি করে দিও না।
সূত্রঃ মাজমাউয যাওয়ায়েদ খ: ৪ পৃ: ২৯
কিম্তু উক্ত চামড়া পুতে ফেলা বা নদীতে ভাসিয়ে দেয়া বা অন্য কোনো পন্থায় নষ্ট করা জায়েয নয়। কারণ এটা অপচয়ের অন্তর্ভূক্ত। আর অপচয় সম্পর্কে মহান আল্লাহ তা’য়ালা বলেন,
ﻭَﻛُﻠُﻮﺍ ﻭَﺍﺷْﺮَﺑُﻮﺍ ﻭَﻟَﺎ ﺗُﺴْﺮِﻓُﻮﺍ ﺇِﻧَّﻪُ ﻟَﺎ ﻳُﺤِﺐُّ ﺍﻟْﻤُﺴْﺮِﻓِﻴﻦَ
অর্থঃ তোমরা খাও এবং পান করো তবে অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আরাফ আয়াত: ৩১
লেখক
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর সদর।