অক্সিজেন কি?
যদি রক্ত পরীক্ষার ফলাফলে দেখা যায়, আপনার রক্তে অক্সিজেনের পরিমাণ যা থাকা উচিত তার চেয়ে কম আছে তখন ওষুধের মতো অক্সিজেন ব্যবহার করতে হবে। নাকে নল দিয়ে সাধারণত এ অক্সিজেন দেয়া হয়ে থাকে।
সূত্র: দৈনিক যুগান্তর ২৮ ডিসেম্বর ২০১৮ ঈ:
রোযা অবস্থায় অক্সিজেন ব্যবহারের বিধান:
রোযা অবস্থায় ঔষধ মিশ্রিত অক্সিজেন ব্যবহার করলে রোযা নষ্ট হয়ে যাবে। তবে বাতাসের অক্সিজেন নিলে রোযা নষ্ট হবে না। কারণ রোযাদারের জন্য খাদ্য আহার করা নিষেধ। মহান আল্লাহ বলেন,
وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْل
অর্থ: আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত।
(সূরা বাকারা আয়াত-১৮৭)
লেখক:
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর।