হাদিস শরীফে এসেছে,
عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللهِ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم كَانَ إِذَا خَافَ قَوْمًا قَالَ اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
অর্থাৎ আবূ বুরদা ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) সূত্রে বর্ণিত। তার পিতা তাকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করলে বলতেনঃ
اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
অর্থাৎ হে আল্লাহ! আমরা তাদের মোকাবিলায় তোমাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট হতে তোমার কাছে আশ্রয় চাইছি।
সূত্র: সুনানে আবু দাউদ হাদিস: ১৫৩৭ আহমাদ: ১৯৭২০ জামে সগীর: ৬৬২৮
হাদিসটির মান:
১. ইমাম নবনী রহ. বলেন,
إسناده صحيح
অর্থাৎ হাদিসটির সনদ সহিহ।
সূত্র: আল ইযাহ পৃ: ৬০
২. আহলে হাদিসের মান্যবর ব্যক্তি শায়খ নাসিরুদ্দিন আলবানী রহ. বলেন,
هذا حديث صحيح
অর্থাৎ এ হাদিসটি সহিহ।
সূত্র: সহিহ আল জামে হাদিস: ৪৭০৬