Home > দু'আ > বিপদে পড়লে বা কিছু হারিয়ে গেলে এ দুআ পড়া:

বিপদে পড়লে বা কিছু হারিয়ে গেলে এ দুআ পড়া:

বিপদে পড়লে বা হারিয়ে গেলে এ দুআ পড়া:

হাদিস শরীফে এসেছে,

عن أم سلمة أم المؤمنين قالت سَمِعْتُ رَسولَ اللهِ صَلّى اللَّهُ عليه وَسَلَّمَ يقولُ ما مِن عَبْدٍ تُصِيبُهُ مُصِيبَةٌ فيَقولُ إنّا لِلَّهِ وإنّا إلَيْهِ راجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي في مُصِيبَتِي وَأَخْلِفْ لي خَيْرًا منها إلّا أَجَرَهُ اللَّهُ في مُصِبَتِهِ وَأَخْلَفَ له خَيْرًا منها

অর্থাৎ হজরত উম্মে সালমা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হজরত রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, মানুষের ওপর কোনো বিপদ এলে সে যদি এই দোয়া পাঠ করে-

إنّا لِلَّهِ وإنّا إلَيْهِ راجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي في مُصِيبَتِي وَأَخْلِفْ لي خَيْرًا منه

অর্থাৎ “আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ! বিপদে আমাকে সওয়াব দান করুন এবং যা হারিয়েছি তার বদলে তার চেয়ে ভালো কিছু দান করুন।”

আল্লাহ তা’য়ালা তাকে তার বিপদের প্রতিদান দেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন।

সূত্র: সহিহ মুসলিম হাদিস: ৯১৮ আহমাদ: ২২৬৬৯ আত তামহীদ খ: ৩ পৃ: ১৮৪

হাদিসের মান:

সহিহ মুসলিমে আনীত সকল হাদিস সহিহ। এ কথার উপর সকল মুহাদ্দিস একমত।

 

লেখক

মুৃফতী রিজওয়ান রফিকী

Check Also

ঋণ মুক্তির দু’আ।

  হাদিস শরীফে এসেছে, عَنْ عَلِيٍّ رضى الله عنه أَنَّ مُكَاتَبًا جَاءَهُ فَقَالَ إِنِّي قَدْ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.