হাদিস শরীফে এসেছে,
عن عُثْمَانَ ابْن عَفَّانَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ قَالَ بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ ثَلَاثُ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ
অর্থাৎ হযরত উসমান ইবনে আফফান রা. সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার বলবেঃ
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
অর্থাৎ আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও যমীনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী।’’ সকাল হওয়া পর্যন্ত তার প্রতি কোনো হঠাৎ বিপদ আসবে না। আর যে তা সকালে তিনবার বলবে সন্ধ্যা পর্যন্ত তার উপর কোনো হঠাৎ বিপদ আসবে না।
সূত্র: সুনানে আবু দাউদ হাদিস: ৫০৮৮ তিরমিযি: ৩৩৮৮ ইবনে মাজা: ৩৮৬৯ আহমাদ: ৪৪৬
হাদিসটির মান:
১. ইবনুল কায়্যিম রহ. বলেন,
هذا حديث صحيح
অর্থাৎ এ হাদিসটি সহিহ।
সূত্র: যাদুল মাআদ খ: ২ পৃ: ৩৩৮
২. আহলে হাদিসের মান্যবর ব্যক্তি শুয়াইব আল আরনাউত, এবং ইবনে বায রহ. হাদিসটি সহিহ বলেছেন।
সূত্র: মাজমুউ ফাতাওয়া ইবনে বায খ: ৮ পৃঃ ১৬৫
৩. আহলে হাদিসের মান্যবর ব্যক্তি শায়খ নাসিরুদ্দিন আলবানী রহ. বলেন,
هذا حديث صحيح
অর্থাৎ এ হাদিসটি সহিহ।
সূত্র: সহিহ আল জামে হাদিস: ৬৪২৬