Home > কুরবানীর মাসআলা (page 4)

কুরবানীর মাসআলা

কুরবানীর পশুর দুধ দহন করে খাওয়া যাবে?

  কুরবানীর পশু ক্রয় করার পর তার দুধ দহন করা যাবে না। করলে সেটা সাদাকা করে দিতে হবে। হযরত আলী ইবনে আবী তালিব রা. বলেন, أَمَرَنِي رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ أَنْ أَقُومَ عَلَى بُدْنِهِ وَأَنْ أَتَصَدّقَ بِلَحْمِهَا وَجُلُودِهَا وَأَجِلّتِهَا وَأَنْ لاَ أُعْطِيَ الْجَزّارَ مِنْهَا قَالَ نَحْنُ نُعْطِيهِ مِنْ عِنْدِنَا অর্থ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার (কুরবানীর উটের) …

Read More »

প্রাণীর হাড্ডি, গোশত, চামড়া রশি ইত্যাদী বিক্রি করা।

  কুরবানীর পশুর গোশত-চামড়া,হাড্ডি,রশি বিক্রি করা যাবে না। যদি বিক্রি করে তাহলে সে টাকা সাদাকা করে দিতে হবে। কারণ হযরত আবু হুরায়রা রা. বলেন- قَالَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ مَنْ بَاعَ جِلْدَ أُضْحِيّتِهِ فَلاَ أُضْحِيّةَ لَهُ. অর্থ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার কুরবানীর চামড়া (নিজের জন্য) বিক্রি করবে, তার কুরবানী শুদ্ধ হবে না। সূত্র: মুসতাদরাকে হাকেম …

Read More »

গাই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কি?

হানাফী মাযহাবের মত: যেসব পশু কুরবানী করা জায়েয সেগুলোর নর-মাদা দুটোই কুরবানী করা যায়। সূত্র: ফাতাওয়া কাযীখান খ: ৩ পৃ: ৩৪৮, বাদায়েউস সানায়ে খ: ৪ পৃ: ২০৫ প্রমাণ: গরু দিয়ে কুরবানী করা জায়েয, চাই গরুটি ষাড় হোক বা গাই। মহান আল্লাহ তা’য়ালা বলেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ অর্থ: আমি প্রত্যেক উম্মতের …

Read More »

পাঠা দিয়ে কোরবানি দেওয়া যাবে কি?

হানাফী মাযহাবের মত: সুতরাং যেসব পশু কুরবানী করা জায়েয সেগুলোর নর-মাদা দুটোই কুরবানী করা যায়। সূত্র: ফাতাওয়া কাযীখান খ: ৩ পৃ: ৩৪৮, বাদায়েউস সানায়ে খ: ৪ পৃ: ২০৫ সুতরাং পাঠা দিয়ে কুরবানী করা জায়েয। প্রমাণ: আল্লাহ তা’আলা বলেছেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ অর্থ: আমি প্রত্যেক উম্মতের জন্যে কোরবানী নির্ধারণ করেছি, যাতে …

Read More »

বন্ধ্যা পশুর কুরবানী করা যাবে?

  বন্ধ্যা পশুর কুরবানী করা জায়েয। আল্লাহ তা’আলা বলেছেন, وَمِنَ الإِبْلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِ قُلْ آلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ الأُنثَيَيْنِ أَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ الأُنثَيَيْنِ أَمْ كُنتُمْ شُهَدَاء إِذْ وَصَّاكُمُ اللّهُ بِهَـذَا فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللّهِ كَذِبًا لِيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ إِنَّ اللّهَ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ অর্থ: (আল্লাহ তা’আলা) সৃষ্টি করেছেন উটের মধ্যে দুই প্রকার এবং গরুর …

Read More »

খাসি করা পশু দিয়ে কুরবানী করা।

  খাসি করা পশু দিয়ে কুরবানী করা জায়েয, বরং উত্তম। কারণ হাদিস শরীফে এসেছে, عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ ذَبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الذَّبْحِ كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مُوجَأَيْنِ অর্থ: হযরত জাবের ইবনে ‘আব্দুল্লাহ রা. সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর দিন দু’টি ধূসর বর্ণের শিংবিশিষ্ট ও খাসী করা দুম্বা যবাহ করেন। সূত্র: সুনান …

Read More »

কুরবানীর পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম।

  কুরবানী মূলত আল্লাহকে খুশি করার এক প্রচেষ্টা। কিন্তু দুনিয়াবী কোনো কিছু দিয়ে মহান রবকে খুশি করার সাধ্য আমাদের কারো নেই। সেজন্য যথাসাধ্য উত্তম কোনো প্রাণী কুরবানী করা উচিৎ। আল্লাহ তা’আলা বলেন, لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰی تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ وَ مَا تُنْفِقُوْا مِنْ شَیْءٍ فَاِنَّ اللهَ بِهٖ عَلِیْمٌ অর্থ: তোমরা কিছুতেই পুণ্যের স্তরে উপনীত হতে পারবে না, যতক্ষণ না তোমরা …

Read More »

নিজের কুরবানীর গোশত খাওয়া উত্তম।

  হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إِذَا ضَحّى أَحَدُكُمْ فَلْيَأْكُلْ مِنْ أُضْحِيّتِهِ অর্থ’ তোমাদের কেউ যখন কুরবানী করবে, সে যেন তার কুরবানীর গোশত খায়। সূত্র: মুসনাদে আহমাদ হাদীস: ৯০৭৮ জামে সগীর: ৭৩২ (হাদিসটি সহিহ)

Read More »

সুদের উপর ঋণ নিয়ে কুরবানী করা যাবে?

  সুদের উপর ঋণ নিয়ে কুরবানী করা যাবে না। কারণ হাদিস শরীফে এসেছে, عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا অর্থ: হযরত আবূ হুরায়রাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “আল্লাহ তা’আলা পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। সূত্র: …

Read More »

যবাইকারী সবাইকে বিসমিল্লাহ পড়তে হবে।

  জবাইকারীর জবাই সম্পন্ন না হওয়ায় অনেক সময় কসাই বা অন্য কেউ জবাই সম্পন্ন করে থাকেন। এক্ষেত্রে অবশ্যই উভয়কেই নিজ নিজ যবাইয়ের আগে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ পড়তে হবে। যদি কোনো একজন না পড়ে তবে ওই কুরবানী সহীহ হবে না এবং জবাইকৃত পশুও হালাল হবে না। কারণ আল্লাহ তা’আলা বলেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ …

Read More »