Home > কুরবানীর মাসআলা (page 6)

কুরবানীর মাসআলা

খোড়া পশু কুরবানী করা।

  যে পশু তিন পায়ে চলে, এক পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না অথবা যে পশু জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারা কুরবানী করা জায়েয নয়। হযরত আলী রা. হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবীজি সা. কে খোড়া পশু যবাহ করা যাবে কি না এ বিষয়ে প্রশ্ন করলে নবীজি সা. বললেন قال إذا بلَغَتِ المَنْسَكَ …

Read More »

অন্ধ পশু কুরবানী করা যাবে?

  যে পশুর দুটি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট সে পশু কুরবানী করা জায়েয নয়। কারণ হযরত বারাআ ইবনে আযিব রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لاَ يُضَحَّى بِالْعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا وَلاَ بِالْعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا অর্থ: খোড়া জন্তু যার খোড়ামী স্পষ্টভাবে প্রকাশিত; অন্ধ পশু যার অন্ধত্ব সম্পূর্ণভাবে প্রকাশিত, তা দ্বারা কুরবানী করা যাবে না। সূত্র: জামে …

Read More »

নামাজের আগে কুরবানী করা।

  ঈদুল আযহার নামাজের পূর্বে যদি কুরবানী করে, তাহলে কুরবানী আদায় হবে না। পূনরায় আরেকটি পশু যকাত করতে হবে। عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ ‏مَنْ كَانَ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيُعِدْ অর্থ: হযরত আনাস ইবনু মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, কুরবানীর দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যাক্তি নামাজ আদায়ের পূর্বে …

Read More »

মহিলাদের উপর কুরবানী ওয়াজীব?

প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে অর্থাৎ নেসাব পরিমাণ মালের মালিক ব্যক্তির উপর কুরবানী করা ওয়াজিব। চাই পুরুষ হোক বা মহিলা। এব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের ভেতরে আল্লাহ সুবহানাহুওয়া তা’য়ালা আদেশ দিয়ে বলেছেন, فصل لربك وانحر অর্থাৎ আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানী করুন। সুরা কাউসার-২ উপরন্তু হাদিস শরীফে এসেছে, عَنْ عَائِشَةَ رضى الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه …

Read More »

কুরবানীর পশুর রক্ত গায়ে-হাতে মাখা বিদআত।

কুরবানীর রক্ত দেওয়ালে মারা বা হাতে লাগিয়ে বরকত হাসিল করা জায়েয নেই। কারণ রক্ত নাপাক, আর নাপাক কখনও বরকত হতে পারে না। উপরন্তু এরকম বরকত হাসিল করার কোনো প্রমাণ ইসলামে নেই। হাদিস শরীফে এসেছে عَنْ عَائِشَةَ رضى الله عنها قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ أَحْدَثَ فِى أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ অর্থ: হযরত আয়শা …

Read More »

স্ত্রীর পক্ষ থেকে স্বামী কুরবানী করতে পারবে কি না?

স্ত্রীর পক্ষ থেকে স্বামী কুরবানী করতে পারবে স্ত্রীর পক্ষ থেকে স্বামী কুরবানী করতে পারবে। কারণ রাসুলুল্লাহ সা. তাঁর স্ত্রীদের পক্ষ থেকে কুরবানী করেছেন। হাদিস শরীফে এসেছে, ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ بِالْبَقَرِ‏ অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানী করেছেন। সূত্র: সহিহ বুখারী হাদিস: ৫৫৪৮  

Read More »

অন্য মানুষের পক্ষ থেকে স্বামী কুরবানী করতে পারবে কি না?

  অন্য মানুষের পক্ষ থেকে কুরবানী করা যাবে। কারণ রাসুলুল্লাহ সা. তাঁর স্ত্রীদের পক্ষ থেকে কুরবানী করেছেন। হাদিস শরীফে এসেছে, ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ بِالْبَقَرِ‏ অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানী করেছেন। সূত্র: সহিহ বুখারী হাদিস: ৫৫৪৮ অন্য হাদিসে এসেছে, হানাশ রহ. বলেন, رَأَيْتُ عَلِيّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ مَا هَذَا …

Read More »

কুরবানীর পশুতে শরীক কত জন হতে পারবে?

  উট, গরু বা মহিষে এক থেকে সাত পর্যন্ত যেকোনো ভাগেই কুরবানী করা যায়। এ ক্ষেত্রে জোড় সংখ্যা হওয়া বা বেজোড় সংখ্যায় হওয়া জরুরী নয়। আর ভেড়া, দুম্বা বা ছাগলে এক জনের বেশি ভাগে কুরবানী জায়েয নেই। হাদিস শরীফে এসেছে, عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ وَالْجَزُورُ عَنْ سَبْعَةٍ অর্থ: জাবির …

Read More »

কুরবানীর পশুর বয়স কত হতে হবে?

  কুরবানীর পশুর ক্ষেত্রে উট ৫ বছর বয়সী, গরু বা মহিষ ২ বছর বয়সী হতে হবে এবং ভেড়া, দুম্বা বা ছাগলের ক্ষেত্রে অন্তত ১ বছর বয়সী হতে হবে। তবে ছ’মাস বয়সী হৃষ্টপুষ্ট ভেড়া বা দুম্বা হলেও চলবে। কিন্তু ছাগলের বয়স ১ বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কুরবানী জায়েয হবে না। কারণ হাদিস শরীফে এসেছে, عَنْ جَابِرٍ قَالَ قَالَ …

Read More »

রাসূলুল্লাহ’র সা. পক্ষ থেকে কুরবানী করা যাবে কি না?

  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে কুরবানী করা যাবে। কারণ হানাশ রহ. বলেন, رَأَيْتُ عَلِيّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ مَا هَذَا فَقَالَ إِنّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْهُ অর্থাৎ আমি আলী রা. কে দেখলাম, দুটি দুম্বা কুরবানী করছেন। আমি বললাম, দুটি কেন করছেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসীয়ত …

Read More »