নাস্তিকরা বলে, প্রাকৃতিক ভাবে মানুষ সৃস্টি হয়।
তাহলে কারো ঘরে সন্তান হয়, কারো ঘরে হয় না কেন? নিয়মতান্ত্রিকতার সাথে হলে তো একইভাবে সব হওয়ার কথা অথচ হরব রকম খেলা সব হয় আল্লাহর হাতে।
তুমি কাউরে দিলা দশটা সন্তান, জায়গা সম্পদ নাই।
আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই।
তুমি কাউরে করলা প্রতিবন্ধী, দুইটা চক্ষু নাই,
হাত-পা তুমি সবকিছু দিলা কারও মুখের ভাষা নাই।

তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায়,
আবার অপরাধ করিয়া কেহ ঘরে সর্বদায়
নদীর এপার ভাঙ্গে ওপার গড়ো, এই কী তোমার খেলা,
সকাল বেলার ধনীরে করো সন্ধ্যাবেলা আরে কি খেলা খেলা খেলা

কারো কলিজায় আগুন দিলা মা-বাবা কাইড়া নিয়া,
ওরে কাউরে করলা চিরদুখী সন্তান লাশ বানাইয়া
কাওরে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কাইরা নিয়া,
কাউরে অল্প বয়সের রাখো বিধবা বানায়া।
রংয়ের খেলা খেলছো দয়াল রে, দয়াল।

تو حكیمی، تو عظیمی، تو كریمی، تو رحیمی
تو نماینده فضلی، تو سزاوار ثنائی

Check Also

সাবলুকে নিয়ে একদিন সন্ধা রাতে হাটতে বের হলাম। ভাবলাম রাতের বালাগটা সেরে নিই। চলছি পথে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.