: আল্লাহ থাকলে দেখি না কেন?
: আচ্ছা, ১৫ কোটি ১৪ লক্ষ কিলোমিটার দূরের সূর্যের দিকে ঠিক দুপুরে তাকিয়ে অবিরত চেয়ে থাকতে পারবেন আপনি?
: সেটা সম্ভব নয়।
: কেন?
: চোখে সে শক্তি নেই।
: তাহলে সে সূর্যের স্রষ্টা রবকে কীভাবে দেখবেন? অথচ এই সূর্যকে তিনি সৃস্টি করেছেন। মহান রব বলেন,
هُوَ ٱلَّذِی جَعَلَ ٱلشَّمۡسَ ضِیَاۤءࣰ وَٱلۡقَمَرَ نُورࣰا وَقَدَّرَهُۥ مَنَازِلَ لِتَعۡلَمُوا۟ عَدَدَ ٱلسِّنِینَ وَٱلۡحِسَابَۚ مَا خَلَقَ ٱللَّهُ ذَ ٰلِكَ إِلَّا بِٱلۡحَقِّۚ یُفَصِّلُ ٱلۡـَٔایَـٰتِ لِقَوۡمࣲ یَعۡلَمُونَ
সুরা ইউনুস : ৫
حِجَابُهُ النُّورُ لَوْ كَشَفَهُ لأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ مَا انْتَهَى إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ
এবং তাঁর পর্দা হল নূর বা জ্যোতি। যদি সে আবরণ খুলে দেয়া হয়, তবে তাঁর নূরের বিভা সৃষ্টি জগতের দূশ্যমান সব কিছু ভস্ম করে দেবে। -সহিহ মুসলিম : হাদিস নং : ১৭৯