Home > কুরবানীর মাসআলা > কুরবানীর পশুর বয়স কত হতে হবে?

কুরবানীর পশুর বয়স কত হতে হবে?

 

কুরবানীর পশুর ক্ষেত্রে উট ৫ বছর বয়সী, গরু বা মহিষ ২ বছর বয়সী হতে হবে এবং ভেড়া, দুম্বা বা ছাগলের ক্ষেত্রে অন্তত ১ বছর বয়সী হতে হবে। তবে ছ’মাস বয়সী হৃষ্টপুষ্ট ভেড়া বা দুম্বা হলেও চলবে। কিন্তু ছাগলের বয়স ১ বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কুরবানী জায়েয হবে না। কারণ হাদিস শরীফে এসেছে,

عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏لاَ تَذْبَحُوا إِلاَّ مُسِنَّةً إِلاَّ أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ ‏

অর্থ: হযরত জাবির রা. হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরবানীতে ‘মুছিন্না’ ছাড়া যবেহ করবে না। তবে সংকটের অবস্থায় ছ’মাস বয়সী ভেড়া-দুম্বা যবেহ করতে পারবে। (মুছিন্না হল, ৫ বছর বয়সী উট, ২ বছরের গরু, মহিষ এবং ১ বছর বয়সী ছাগল, ভেড়া বা দুম্বা -শরহুন নববী)।
সূত্র: সহিহ মুসলিম হাদীস: ১৯৬৩ সুনানে আবু দাউদ: ২৭৯৭; সুনানে ইবনে মাজাহ: ৩১৭৯ ফাতাওয়া কাযীখান খ: ৩ পৃ: ৩৪৮; বাদায়েউস সানায়ে খ: ৪ পৃ: ২০৫-২০৬

সুৎরাং গরু এবং মহিষ ২ বছরের কম হলে কোনো অবস্থাতেই কুরবানী সহিহ হবে না, তেমনিভাবে উট ৫ বছরের কম বয়স হলে কুরবানী চলবে না। পাশাপাশি ছাগল ১ বছরের কম বয়স হলেও চলবে না। অবশ্য ভেড়া বা দুম্বা ৬ মাস বয়স হলে কুরবানী দেওয়া যেতে পারে, তবে সেটা দেখতে অন্তত এক বছর বয়সী ভেড়া-দুম্বার মত হ্নষ্টপুষ্ট হতে হবে।

Check Also

মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.