ইমাম সাহেবের জন্য জামাতের নামাজ শেষ করে, নিজের জায়গা থেকে সরে বাকি সুন্নাত বা নফল পড়া উত্তম। কারণ হাদিসে এসেছে,
عن ابن عمر انّهُ كَرِهَ إِذَا صَلّى الإِمَامُ أَنْ يَتَطَوّعَ فِي مَكَانِهِ وَلَمْ يَرَ بِهِ لِغَيْرِ الإِمَامِ بَأْسًا.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি ইমামের জন্য নিজের জায়গায় সুন্নত পড়াকে অপছন্দ করতেন। তবে সাধারণ মুসল্লীদের জন্য কোন সমস্যা মনে করতেন না।
সূত্র: মুসান্নাফে ইবনে আবী শাইবাহ হাদীস-৬০৭৭
সুতরাং সম্ভব হলে ইমাম সাহেব ফরয নামাযের পর মেহরাব থেকে সরে দাঁড়াবেন। অথবা সামান্য ডানে-বামে সরে গিয়ে সুন্নাত আদায় করবেন।
লেখক:
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর।