Home > রোযা > গোসল ফরজ অবস্থায় সাহরী করা যাবে কি?

গোসল ফরজ অবস্থায় সাহরী করা যাবে কি?

বীর্যপাত, সহবাস অথবা নারীদের হায়েয-নেফাস বা ঋতুবন্ধ হলে গোসল ফরজ হয়ে যায়। এ ফরজ গোসল না করেই যদি কেউ সাহরী খেতে চায়, তাহলে খেতে পারবে। কোন অসবিধা নেই। কারণ নবিজি স: দু’জন সহধর্মিণী আম্মাজান আয়েশা রা: ও উম্মে সালামা রা: থেকে বর্ণিত,

أنَّ رَسولَ اللَّهِ ﷺ كانَ يُدْرِكُهُ الفَجْرُ وهو جُنُبٌ مِن أهْلِهِ ثُمَّ يَغْتَسِلُ ويَصُومُ

অর্থ: নবিজি স: স্ত্রী সহবাসের ফলে নাপাকি অবস্থায় সুবহে সাদিক অতিক্রম করতেন, অত:পর গোসল করতেন এবং রোযা রাখতেন।
সূত্র: বুখারী হাদিস-১৯২৫ ইবনে হিব্বান-৩৪৯৬

বি:দ্র: তবে গোসল না করে যেহেতু পবিত্র হওয়া যায় না, অতএব ফজরের ওয়াক্ত চলে যাবার আগেই গোসল করে নামাজ পড়ে নিতে হবে।

 

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর।

Check Also

ইমাম সাহেবের হুজরায় যেতে পারবে কি না?

إن خرج من غير عذر ساعة فسد اعتكافه অর্থাৎ কোনো প্রয়োজন ছাড়া যদি ইতিকাফকারী ব্যক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.