রাজা রনজিৎ সিং…ইসমাঈল শহীদ
…সৈয়দ আহমাদ বেরলবী র.
বিভিন্ন বাতিল…উলামায়ে দেওবন্দ
কাদিয়ানী…শাহ আতাউল্লাহ বুখারী রহ.
শাহবাগের চত্বরে নাস্তিক….শাহ আহমাদ শফী রহ.
লতিফ সিদ্দীকী ও টাকলু
গান
বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে,
বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ
সুন্দরবন হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি,
চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা,
অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশে,
তাই বলে ইসলাম তো এ দেশে কখনো হবে না শেষ। কখনো হবে না শেষ,
ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90 ভাগ মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই।
গনকমিশন
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি (ঘাদানিক) এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসের যৌথ উদ্যোগে গঠিত ‘বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে ‘গণকমিশন’ গঠিত।
চেয়ারম্যান:
শামসুদ্দীন চৌধুরী মানিক
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ব্যাপক সমালোচিত।
বাংলাদেশ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ তাকে ‘স্যাডিস্ট’ (ধর্ষকামী, অন্যকে কষ্ট দিয়ে সুখ পাওয়া) বলে অভিহিত করেছেন।
২০১২ সালে মানিকের নিন্দা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে বাংলাদেশ সংসদ সর্বসম্মত একটি প্রস্তাব পাস করে।
সদস্য সচিব
তুরিন আফরোজ
মানবতা বিরোধী অপরাধের মামলার একজন আসামীর সঙ্গে বৈঠকের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
সূত্র: বিবিসি
...দুইটি দেকানের নাম
…৩০ নম্বরে মাওলানা মতিউর রহমান মাদানি
ভারতের পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা।
ধর্ম- নিয়ে টাকা নিলে যদি ধর্ম ব্যাব-সায়ী হয়, তাহলে-
শিক্ষা দিয়ে রাষ্ট্রের কাজ করে
মুক্তিযুদ্ধ ভাতা নিলে
রাজনীতি করে
ওকালতি করে
هؤلاء الذين يكتمون ما أنزل الله من الكتاب في شأن محمد صلى الله عليه وسلم بالخسيس من الرِّشوة يُعطَوْنها, فيحرِّفون لذلك آيات الله ويغيِّرون معانيها
সূত্র: তাফসীরে তাবারী খ.৩ পৃ. ৩২৮
…জিহাদ সর্বশ্রেষ্ট ইবাদত মালে গনীমত
…খিলাফত সর্বশ্রেষ্ট ইবাদত ভাতা
…হামিলিনে যাকাত
…মানবতার কাজ করে