Home > ওয়াজ > হুকুকুল ইবাদ বা বান্দার হক কতোটা গুরুত্বপূর্ণ!

হুকুকুল ইবাদ বা বান্দার হক কতোটা গুরুত্বপূর্ণ!

ইসলামে বান্দার হক অত্যান্ত সেন্সিটিভ ব্যাপার। সব গুনাহ আল্লাহপাক ক্ষমা করলেও বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহপাক ক্ষমা করেন না। দেখুন ইসলামে শহীদের মর্যাদা অপরিসীম। হাদিস শরীফে এসেছে, হযরত মিকদাম ইবনে মা’দীকারিব রা. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ سِتُّ خِصَالٍ: يُغْفَرُ لَهُ فِي أَوَّلِ دَفْعَةٍ، وَيَرَى مَقْعَدَهُ مِنَ الجَنَّةِ، وَيُجَارُ مِنْ عَذَابِ القَبْرِ، وَيَأْمَنُ مِنَ الفَزَعِ الأَكْبَرِ، وَيُوضَعُ عَلَى رَأْسِهِ تَاجُ الوَقَارِ، اليَاقُوتَةُ مِنْهَا خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَيُزَوَّجُ اثْنَتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِنَ الحُورِ العِينِ، وَيُشَفَّعُ فِي سَبْعِينَ مِنْ أَقَارِبِهِ
শহীদের জন্য আল্লাহ্ তাআলার নিকট ছয়টি পুরস্কার বা সুযোগ আছে। তার প্রথম রক্তবিন্দু পড়ার সাথে সাথে তাকে ক্ষমা করা হয়, তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়, কবরের আযাব হতে তাকে মুক্তি দেওয়া হয়, সে কঠিন ভীতি হতে নিরাপদ থাকবে, তার মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার টুপি পরিয়ে দেওয়া হবে। এর এক একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সবকিছু হতে উত্তম। তার সাথে টানা টানা আয়তলোচনা বাহাত্তরজন জান্নাতী হুরকে বিয়ে দেওয়া হবে এবং তার সত্তরজন নিকটাত্মীয়ের জন্য তার সুপারিশ কুবুল করা হবে।-সুনানে তিরমিযী, হাদীস নং : ১৬৬৩

শহীদ এতো মর্যাদাপূর্ণ হওয়ার পরও বান্দার হকের ব্যাপারে এসেছে,
হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রা. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ إِلَّا الدَّيْنَ
ঋণ ব্যতীত শহীদের সকল গুনাহ্ই ক্ষমা করে দেওয়া হবে। -সহীহ মুসলিম, হাদীস নং : ১৮৮৬

চলুন আজ থেকে বান্দার হকের ব্যাপারে সতর্ক হই।

Check Also

সুরা ফাতিহার তাফসীর

الحمد لله رب العالمين সর্বদা নিয়ামত দেন: সর্বদার প্রশংসা: উক্ত আয়াত جملة اسمية কেন? কারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.