…৫১ নাম্বারে আমার নাম।
…করোনাকালীন সময়ে কোথায় ছিলে

ما يلفظ من قول الا الخ

তোমাদের লিষ্টও আল্লাহর গোয়েন্দা সংস্থা ফিরিস্তারা করে রেখেছে।

দুদকের কাছে দিয়েছে, জিজ্ঞাসা করতে

وَقِفُوهُمْ إِنَّهُمْ مَسْئُولُونَ

কারাগারে পাঠানো হতে পারে

احْشُرُوا الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ فَاهْدُوهُمْ إِلَى صِرَاطِ الْجَحِيمِ

একে অপরের সামনে আসবে

وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءلُونَ

দালালরা তাদের প্রভুদের বলবে

قَالُوا إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ الْيَمِينِ

প্রভূরা বলবে

قَالُوا بَل لَّمْ تَكُونُوا مُؤْمِنِينَ
وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن سُلْطَانٍ بَلْ كُنتُمْ قَوْمًا طَاغِينَ

فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَا إِنَّا لَذَائِقُونَ

فَأَغْوَيْنَاكُمْ إِنَّا كُنَّا غَاوِينَ
فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ

আজ আমাদের সাহায্যকারী কেউ নাই

مَا لَكُمْ لا تَنَاصَرُون

إِنَّا كَذَلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ

তিলক

বিচারপতি মানিক বলছেন,

চরমোনাই পীর সাহেব তিলকের বিরুদ্ধে বলেছেন। অথচ এটা বাঙ্গালী সংস্কৃতি।

জবাব:

ঐতিহাসিকভাবে, তিলক বৌদ্ধধর্ম, জৈনধর্ম এবং শিখধর্ম সহ অন্যান্য ধর্মীয় সংস্কৃতিতেও ব্যবহৃত হত, যেগুলি হিন্দুধর্ম এবং এর আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্বাস দ্বারা প্রভাবিত হয়েছিল।
…হিন্দু বিয়েতে বরকে স্বাগত জানাতে তিলক অনুষ্ঠান চলছে
সূত্র: উইকিপিডিয়া

مَن تَشبَّهَ بقَومٍ فهو منهم
সূত্র: সুনানে আবু দাউদ: ৪০৩১

.প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ মদিনার সনদের চেতনা অনুযায়ী পরিচালিত হবে।

ধর্মীয় স্বাধীনতা বিষয়টি সংবিধানের ৪১ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত হয়েছে। অনুচ্ছেদটির ১ নম্বর উপ-অনুচ্ছেদে বলা হয়েছে- আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে (ক) প্রত্যেক নাগরিকের যেকোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে; (খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে। উপ-অনুচ্ছেদ নম্বর (২) এ বলা হয়েছে- কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদানকারী কোনো ব্যক্তির নিজস্ব ধর্মসংক্রান্ত না হলে তাকে কোনো ধর্মীয় শিক্ষা গ্রহণ কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনালয়ে অংশগ্রহণ বা যোগদান করতে হবে না।

বলৎকার

অন্য দেশের বিরুদ্ধে কবে বলেছো
…এটা মাদরাসার নিয়ম না।

বক্তারা চু্ক্তি করে

…আদালতে টাকা ছাড়া
…ডাক্তাররা কসাই
…দ্রব্য মূল্যের দাম

হেলিকপ্টারে হুজুররা কেন?

…তাকে তো ভ্যান দিয়েও নেয় না
…হেলিকপ্টারে দুর্নিতীবাজরা চড়লে
…প্রতিবেশিনী বউ ভালো থাকলে
…মুরব্বী মানুষ বিপদে
…রাজনীতি করা না করা
…ছেড়া জামা পড়লে
…ইমামতি
…হেলিকপ্টারে চড়লেই বলে,

মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।

সংসদ থেকে জান্নাত পর্যন্ত।
পতিতালয় থেকে জাহান্নাম পর্যন্ত

কালেকশন করে।

…সবচে বড় ভিক্ষুক সরকার।
…এতিমখানা বানিয়েছে।
…তোমরা বিল্ডিং বানিয়েছো।

ধর্মব্যবসায়ী কারা।

…ভোটের আগে মোল্লা মারে,
…ভোটের আগে শাহজালালের মাজারে
…চাচারে কয় চাচা লন পাঁচ হাজার
..লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লাহ।

সাম্প্রদায়িক সম্পৃতি

হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ
প্রিয় সাহা
বিশ্বজিৎকে হত্যা
আবরার ফাহাদ
…ওরা অস্ত্র খেলনা আমাদের ঢিলা বোমা।
…ভার্সিটির স্টুডেন্ট পিস্তল হাতে…

আমি আর যাবো না মোল্লার কাছে

মুরশিদ আল্লাহ মুরশিদ রাসুল,
দিলে মুখে করছি কবুল।
শুনে ওরা/মোল্লারগুষ্টি ফতোয়া দিল,
আমি নাকি কাফের হইয়াছি।
আমি আর যাবো না মোল্লার কাছে তওবা করেছি।

ওদের মুরশিদ ইবলিস, মুরশিদ শয়তান
ঐ মুরিদের গুষ্ঠিই বেঈমান।
কুত্তার পেটে ঘি না সহে, শুয়োরেরা কচু চেনে,
শয়তানে চেনে রে শয়তান।
ওরা শুনবে না মোল্লাদের কথা, কারণ ওরা জন্মতেই ভেজাল।

রাসুল তিন সুরতে,
আল্লাহ রাসুল আর পীর

১. তাহলে কতগুলো পীর তত গুলো আল্লাহ।
قل هو الله احمد
لو كان فيهما الهة الا الله الخ

পীর মরে খায় ঘুমায় অসুস্থ হয়
কেমনে খোদা হয়।
যারা এমন তারছেড়ামূলত কথা কয়, তারা কেমনে বুঝমান হয়?

তুমি খোদা তুমি নবী, তুমি ভান্ডারী বাবা

হেযুবত তওহীদ আমার উপর হামলা

وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ

প্রেমিকার জন্য আত্মহত্যা করে।

الأخِلاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلا الْمُتَّقِينَ

الله ولي الذين امنوا

নবীজি সা। বলেন,

إذا اجتمع أهلُ النارِ في النارِ ومعهم مَن شاء اللهُ من أهلِ القِبلةِ يقولُ الكفارُ : أَلَمْ تكونوا مسلمينَ ؟ قالوا : بلى قالوا : فما أَغْنَى عنكم إسلامُكم و قد صِرْتُم معنا في النارِ ؟ قالوا : كانت لنا ذنوبٌ فأُخِذْنا بها فيَسْمَعُ ما قالوا فأَمَر بمَن كان من أهلِ القِبلةِ فأُخْرِجُوا فلما رأى ذلك أهلُ النارِ قالوا : يالَيْتَنا كنا مسلمينَ فنخرجُ كما خَرَجُوا قال : و قرأ رسولُ اللهِ الر تِلْكَ آيَاتُ الْكِتَابِ وَ قُرْآنٍ مُبِينٍ رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ
সূত্র: মুসতাদরাকে হাকেম হাদিস: ২৯৫৪

যে জাতি শাহাদাদের তামান্নায়

عذبت في الله تعالى حتى عميت وفي رواية فكان أبو جهل يعذبها قال لها يوما أب جهل إن اللات والعزى فعلا بك ما ترين فقالت له كلا والله لا تملك اللات والعزى نفعا ولا ضرا هذا أمر من السماء وربي قادر على أن يرد علي بصري فأصبحت تلك الليلة وقد رد الله تعالى عليها بصرها فقالت قريش إن هذا من سحر محمد صلى الله عليه وسلم فاشتراها أبو بكر رضي الله تعالى عنه وأعتقها
সূত্র: সিরাতে হালবিয়্যাহ খ. ১ পৃ. ৪২৪

কারুনের মৃত্যু ও আল্লাহর বক্তব্য:

عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : ” لَمَّا أَتَى مُوسَى قَوْمَهُ فَأَمَرَهُمْ بِالزَّكَاةِ ، فَجَمَعَهُمْ قَارُونُ فَقَالَ : هَذَا قَدْ جَاءَكُمْ بِالصَّوْمِ وَالصَّلَاةِ وَبِأَشْيَاءَ تُطِيقُونَهَا ، تَحْتَمِلُونَ أَنْ تُعْطُوهُ أَمْوَالَكُمْ ؟ قَالُوا : مَا نَحْتَمِلُ أَنْ نُعْطِيَهُ أَمْوَالَنَا فَمَا تَرَى ؟ قَالَ : أَرَى أَنْ نُرْسِلَ إِلَى بَغِيِّ بَنِي إِسْرَائِيلَ فَنَأْمُرَهَا أَنْ نَرْمِيَهُ عَلَى رُءُوسِ الْأَجْنَادِ وَالنَّاسِ بِأَنَّهُ أَرَادَهَا عَلَى نَفْسِهَا ، فَفَعَلُوا ، فَرَمَتْ مُوسَى عَلَيْهِ السَّلَامُ عَلَى رُءُوسِ النَّاسِ فَدَعَا اللَّهَ عَلَيْهِمْ ، فَأَوْحَى اللَّهُ تَعَالَى إِلَى الْأَرْضِ أَنْ أَطِيعِيهِ ، فَقَالَ لَهَا مُوسَى عَلَيْهِ السَّلَامُ : خُذِيهِمْ ، فَأَخَذَتْهُمْ إِلَى رُكَبِهِمْ ، قَالَ : فَجَعَلُوا يَقُولُونَ : يَا مُوسَى يَا مُوسَى قَالَ : خُذِيهِمْ ، فَأَخَذَتْهُمْ إِلَى حُجَزِهِمْ ، فَجَعَلُوا يَقُولُونَ : يَا مُوسَى يَا مُوسَى فَقَالَ : خُذِيهِمْ ، فَأَخَذَتْهُمْ إِلَى أَعْنَاقِهِمْ فَجَعَلُوا يَقُولُونَ : يَا مُوسَى يَا مُوسَى ، قَالَ : فَأَخَذَتْهُمْ فَغَيَّبتْهُمْ ، فَأَوْحَى اللَّهُ تَعَالَى إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَامُ : يَا مُوسَى ، سَأَلَكَ عِبَادِي وَتَضَرَّعُوا إِلَيْكَ فَأَبَيْتَ أَنْ تُجِيبَهُمْ ، أَمَا وَعِزَّتِي لَوْ أَنَّهُمْ دَعَوْنِي لَأَجَبْتُهُمْ

সূত্র: মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস: ৩১৮৪৩ মুসতাদরাকে হাকেম: ৩৫৩৬

Check Also

বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান, شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ সুরা বাকারা আয়াতত: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.