কোথাও কমপক্ষে ১০০ জন মদের পারমিটধারী থাকলে ওই এলাকায় অ্যালকোহল বিক্রির লাইসেন্স দেওয়া হবে।

...হাজার জনতার দাবি

 

শুক্রবার, মহররম, শবে বরাত, ঈদে মিলাদুন্নবী, শবে কদরসহ মুসলমানদের ধর্মীয় গুরুত্বপূর্ণ দিনগুলোতে বন্ধ রাখতে হবে মদের দোকান।

...লুঙ্গী খুলে পাগড়ী

মদ হারাম

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
সুরা মায়িদা: ৯০

...পৃথিবীর সব সরকার হালাল।
…আল্লাহ ও বান্দা কোনটা মানবেন?

...হালাল করে তারা কাফের।
…কাফেরের সংখ্যা বাড়াতেই

 

رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ
...ওরা শয়তানের চামচা।
…শয়তানের আইন থাকতে দেয়া যাবে না।

বঙ্গবন্ধু ও মদ

…৭২ এর সংবিধানে বঙ্গবন্ধু
… এরাই বড় গাদ্দার।

...বঙ্গবন্ধুকে অপমান করা।
…আল্লাহকে অপমান করা।

…যে দেশের সংবিধানে বিসমিল্লাহ

…দেওয়ালে লেখা মাদককে না বলুন,
…যারা বৈধ করে বহিস্কার করুন

পাবজি

ডিএমপির সাইবার সিকিউরি অ্যান্ড ক্রাইম বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে গেমটির সহিংসতা শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থা পর্যালোচনা করে গেমটির এক্সেস বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়া হয়েছে।
সূত্র: ১৮ অক্টোবর ২০১৯

সহিংসতা তৈরি করে মদ

إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاء فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللّهِ وَعَنِ الصَّلاَةِ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ
সুরা মায়িদা: ৯১

মদের জন্য বাপকেও খুন করে

পলিথিন

২০০২ সালে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতিকারক দিক বিবেচনা করে রফতানিমুখী শিল্প ব্যতিত সকল ধরনের পলিথিন ব্যাগ উৎপাদনকারী শিল্পের উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল।
সূত্র: দৈনিক ২৯ জুলাই ২০১৯

…যুবকদেদর ভবিষ্যত সুরক্ষার।

পলিথিনের সাজা

২০০২ সালে পরিবেশ সংরক্ষণ আইন–১৯৯৫–এর পরিপ্রেক্ষিতে পলিথিনের ব্যাগ উৎপাদন, ব্যবহার, বিপণন এবং পরিবহন নিষিদ্ধ করা হয়। আইনের ২৫ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ পলিথিনসামগ্রী উৎপাদন করে, তাহলে ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা, এমনকি উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
সূত্র: প্রথম আলো ২৩ নভেম্বর ২০২১

...শুলে চড়িয়ে মৃত্যু কার্যকর করার

Check Also

…৫১ নাম্বারে আমার নাম। …করোনাকালীন সময়ে কোথায় ছিলে ما يلفظ من قول الا الخ তোমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.