হাদিস শরীফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ رَأَى مُبْتَلًى فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً لَمْ يُصِبْهُ ذَلِكَ الْبَلاَءُ
অর্থাৎ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন বিপদগ্রস্তকে দেখে কেউ যদি এ দু’আটি পাঠ করে তবে তাকে এ বিপদে স্পর্শ করবে না। দু’আটি হলঃ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً
অর্থাৎ সমস্ত প্রসংসা আল্লাহর জন্য যিনি তোমাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদে রেখেছেন এবং তার বহু সংখ্যক সৃষ্টির ওপর আমাকে মর্যাদা দান করেছেন
সূত্র: জামে তিরমিযি: ৩৪৩২ বাযযার: ৬২১৭ তাবরানী: ৭৯৯
হাদিসটির মান:
১. ইমাম ইবনে কায়্যিম রহ. বলেন,
هذا حديث صحيح
অর্থাৎ এ হাদিসটি সহিহ।
সূত্রঃ যাদুল মা’আদ খ: ২ পৃ: ৪১৮
২. আহলে হাদিসের মুখপাত্র শায়খ আলবানী বলেন,
هذا حديث حسن
অর্থাৎ হাদিসটি হাসান।
সূত্রঃ সহিহ আল জামে হাদিস: ৬২৪৮