Home > দু'আ > বিপদগ্রস্থ ব্যক্তির উক্ত বিপদ থেকে বাঁচার দু’আ।

বিপদগ্রস্থ ব্যক্তির উক্ত বিপদ থেকে বাঁচার দু’আ।

 

হাদিস শরীফে এসেছে,

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ مَنْ رَأَى مُبْتَلًى فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً لَمْ يُصِبْهُ ذَلِكَ الْبَلاَءُ

অর্থাৎ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন বিপদগ্রস্তকে দেখে কেউ যদি এ দু’আটি পাঠ করে তবে তাকে এ বিপদে স্পর্শ করবে না। দু’আটি হলঃ

الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً

অর্থাৎ সমস্ত প্রসংসা আল্লাহর জন্য যিনি তোমাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদে রেখেছেন এবং তার বহু সংখ্যক সৃষ্টির ওপর আমাকে মর্যাদা দান করেছেন
সূত্র: জামে তিরমিযি: ৩৪৩২ বাযযার: ৬২১৭ তাবরানী: ৭৯৯

হাদিসটির মান:

১. ইমাম ইবনে কায়্যিম রহ. বলেন,
هذا حديث صحيح
অর্থাৎ এ হাদিসটি সহিহ।
সূত্রঃ যাদুল মা’আদ খ: ২ পৃ: ৪১৮

২. আহলে হাদিসের মুখপাত্র শায়খ আলবানী বলেন,
هذا حديث حسن
অর্থাৎ হাদিসটি হাসান।
সূত্রঃ সহিহ আল জামে হাদিস: ৬২৪৮

লেখক

মুৃফতী রিজওয়ান রফিকী

Check Also

বিপদে পড়লে বা কিছু হারিয়ে গেলে এ দুআ পড়া:

বিপদে পড়লে বা হারিয়ে গেলে এ দুআ পড়া: হাদিস শরীফে এসেছে, عن أم سلمة أم …

One comment

  1. Dünyanın en büyük borsalarından biri olan binance için binance güvenilir mi sorusunu soran ziyaretçilerimizi web sayfamıza bekleriz.
    Sizler de dünyanın en büyük borsalarından biri olan binancenin güvenilir olup olmadığını merak ediyorsanız binance güvenilir
    mi yazımız aracılığı ile bunu hemen öğrenebilirsiniz.

    binance güvenilir mi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.