রাসুলুল্লাহ সাঃ গায়েবের সকল বিষয় জানেন বলে বর্তমানে কথিত সুন্নিরা দাবি করে বসেছেন। অথচ গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা। নিন্মে কয়েকটি আয়াত পেশ করছি, قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ ۚ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ বল, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইচ্ছা না …
Read More »সমসাময়িক ফিৎনা
নবিজি সাঃ কী গায়েব জানতেন?
রাসুলুল্লাহ সাঃ গায়েবের সকল বিষয় জানেন বলে বর্তমানে কথিত সুন্নিরা দাবি করে বসেছেন। অথচ গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা। নিন্মে কয়েকটি আয়াত পেশ করছি, قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ ۚ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ বল, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইচ্ছা না …
Read More »মা ফাতেমা বলা শিয়াদের আবিস্কার:
সম্প্রতিককালে একটি বিষয় খুব চর্চিত হচ্ছে ‘হযরত ফাতেমা রা. কে মা বলা বলা যাবে কী না’ এ প্রসঙ্গে। প্রথমত: জেনে রাখা উচিত, হযরত ফাতিমা রা. কে কুরআন, হাদিস, সাহাবিদের বক্তব্য, তাবেঈনদের বক্তব্য, যুগে যুগে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এর অগণিত মুহাদ্দিস ও মুফাফসির কেউ মা বলে সম্বোধন করেছেন বলে ইতিহাস পাওয়া যায় না। কোনও হাদিসের কিতাব, সিরাতের কিতাব বা ইসলামের …
Read More »নামাজ জান্নাতের চাবি নয়?
বর্তমান সময়ে অনেক আলোচক দাবি করে বসেছেন, নামাজ জান্নাতের চাবি এ বিষয়ক হাদিসটি জাল। নাউযুবিল্লাহ। এমন কথা তারাই বলতে পারেন, যারা হাদিস সম্পর্ক অজ্ঞ। নামাজ জান্নাতের চাবি বিষয়ক হাদিসটি সহিহ লিহাইরিহি তথা হাসান সনদে বর্ণিত। নিন্মে হাদিসটি পেশ করা হলো, প্রথম হাদিস. হাদিস শরীফে বর্ণিত আছে, حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ زَنْجَوَيْهِ الْبَغْدَادِيُّ وَغَيْرُ وَاحِدٍ قَالَ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ …
Read More »নামাজ পড়লে জান্নাত পাবেন এমন কোনো আয়াত কি নেই?
এক মুর্খ জাহিল আলোচক দাবি করেছেন, ‘নামাজ পড়লে জান্নাত দেবে এমন আয়াত কুরআনে কোথাও পাইনি। চলুন এ ব্যাপারে কুরআন শরীফের কোনো দলীল আছে কি না দেখে নেওয়া যাক। মুত্তাকিদের জন্য জান্নাত: জান্নাত কাদের জন্য বানানো হয়েছে, সে কথা মহান আল্লাহ তা’আলা পবিত্র কুরআন শরীফে বলেছেন, وَسَارِعُواْ إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ অর্থ: তোমরা তোমাদের পালনকর্তার …
Read More »মাওলানা বলা কি শিরক?
সম্প্রতি সময়ে গাইরে মুকাল্লিদ ও জামাআতে ইসলামীর কিছু সমর্থক ভাই বলে থাকেন যে, আলেমদের নামে মাওলানা বলা শিরক। এর কারণ হিসাবে তারা উল্লেখ্য করেন, যেহেতু আল্লাহ নিজের ক্ষেত্রে ‘মাওলানা’ শব্দ ব্যবহার করেছেন, সেহেতু অন্য কারো জন্যই এ শব্দটি আর ব্যবহার করা যাবে না, করলে শিরক হবে। অথচ কুরআন-হাদিসে তাদের এ দাবির বিপক্ষে সরাসরি প্রমাণ রয়েছে। এক. যেমন গোলামের মুনিবকে …
Read More »মদপানকারীকে সালাম দেওয়া:
প্রিয় পাঠক, মদ্যপানকারী ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। কিন্তু তথাকথিত কিছু শায়খদের উদ্ভট ফাতাওয়ায় জনসাধারণ বিপাকে পড়ে যাচ্ছেন। তাদের দাবি হলো, ‘মদ খাচ্ছে এমন লোককেও সালাম দেন।’ এক. কিন্তু ইসলামী শরীয়তে এ ব্যাপারে সরাসরি প্রমাণ রয়েছে। খোদ ইমাম বুখারী রহি. তাঁর সহিহ বুখারীতে একটি পরিচ্ছেদে বলেন, ‘গুনাহগার ব্যক্তির তাওবাহ করার আলামাত প্রকাশিত না হওয়া পর্যন্ত এবং গুনাহ্গারের তাওবাহ কবূল হবার প্রমাণ …
Read More »কাবলাল জুম’আ বা জুম’আর আগের চার রাকাত সুন্নাত:
সম্প্রতিকালে কিছু শায়খরা নতুন একটি বিষয় আবিস্কার করে সমাজে ফিতনা ছড়াচ্ছেন। সেটা হলো, জুম’আর আগে প্রচলিত কাবলাল জুম’আর চার রাকাত সুন্নাত নিয়ে। তাদের দাবি হলো, এ প্রচলিত এ সুন্নাত নামাজের কোনো ভিত্তি নেই। তাদের দাবি হলো, যত রাকাত ইচ্ছা পড়া যাবে, কিন্তু নির্দিষ্ট করে চার রাকাত কাবলাল জুমআ বলে কোনো নামাজ নেই, এমনকি তারা এই চার রাকাত নামাজকে ‘ফালতু কাজ’ …
Read More »মাইজভান্ডারী পীরের ভ্রান্ত ও কুফরী আক্বীদা।
আল্লাহ অনেক রূপ ধরেন: আল্লাহর পরিচয় দিতে গিয়ে তারা বলেন, ‘ চিনিতে কে পারে যিনি নানা রূপ ধরে। সূত্র: রত্নভাণ্ডার শের নং- ১৯ পৃ. নবীই মূলত আল্লাহ। আমি আহাদ ছিলাম, মীম (م) কে নিজের মধ্যে স্থান দান করিলাম। মহব্বত ও ভালোবাসাতে নিজকে আহমাদ নামে পরিচিত করিলাম। সূত্র: বেলায়েতে মোতলাকা পৃ. ১১৬ আমি মীম (م) শূণ্য আহমাদ, মুহাম্মদের আকৃতিতে খোদাতায়ালাই উজ্জলিত। …
Read More »