Home > সমসাময়িক ফিৎনা > নামাজ জান্নাতের চাবি নয়?

নামাজ জান্নাতের চাবি নয়?

বর্তমান সময়ে অনেক আলোচক দাবি করে বসেছেন, নামাজ জান্নাতের চাবি এ বিষয়ক হাদিসটি জাল। নাউযুবিল্লাহ। এমন কথা তারাই বলতে পারেন, যারা হাদিস সম্পর্ক অজ্ঞ। নামাজ জান্নাতের চাবি বিষয়ক হাদিসটি সহিহ লিহাইরিহি তথা হাসান সনদে বর্ণিত। নিন্মে হাদিসটি পেশ করা হলো,

প্রথম হাদিস.
হাদিস শরীফে বর্ণিত আছে,

حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ زَنْجَوَيْهِ الْبَغْدَادِيُّ وَغَيْرُ وَاحِدٍ قَالَ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ قَرْمٍ عَنْ أَبِي يَحْيَى الْقَتَّاتِ عَنْ مُجَاهِدٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضى الله عنهما قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلاَةُ وَمِفْتَاحُ الصَّلاَةِ الْوُضُوءُ

অর্থাৎ আবূ বকর, মুহাম্মাদ ইাবন যানযাওয়ায়ই আল বাগদাদী রহি. এবং আরো একধিক রাবী বর্ণনা করেছেন হুসাইন ইবনে মুহাম্মাদ থেকে তিনি বর্ণনা করেছেন সুলাইমান ইবনে করম থেকে তিনি বর্ণনা করেন আবু ইয়াহইয়া আল ক্বাত্তাত থেকে তিনি বলেন, হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের চাবি হল সালাত আর সালাতের চাবি হল অযু।
সূত্র: জামে তিরমিযি, হাদিস নং- ৪ মুসনাদে আহমাদ, হাদিস নং- ১৪৬৬২ জামে সগীর, হাদিস নং-৮১৭৩

হাদিসটির মান:

এক.
আল্লামা মোল্লা আলী ক্বারী রহি. বলেন,

قال ابن حجر بسند حسن

অর্থাৎ ইবনে হাজার আসকালানী রহি. বলেন, হাদিসটির সনদ হাসান।
সূত্র: মিরকাত খ. ১ পৃ. ৩৫৩

দুই.
আল্লামা জালালুদ্দীন সুূয়ূতী রহি. হাদিসটির সনদ ‘হাসান’ বলেছেন।
সূত্র: জামে সগীর হাদিস নং- ৮১৭৩

তিন.
আল্লামা জারুল্লাহ সাদী রহি. সনদটিকে হাসান বলেছেন।
সূত্র: আন নাওয়াফেহুল আত্বরাহ, হাদিস নং- ৩৩৫

সুতরাং প্রমাণ হলো, হাদিসটি জাল তো দূরের কথা যয়ীফও নয়, বরং হাদিসটি হাসান সনদে বর্ণিত।

দ্বিতীয় হাদিস.
উপরন্তু হযরত আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি,

فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلاَةِ دُعِيَ مِنْ باب الصَّلاَةِ

অর্থাৎ নামাজীদেরকে জান্নাতের নামাজের দরজা দিয়ে প্রবেশের আহবান জানানো হবে।
সূত্র: সহিহ বুখারী, হাদিস নং- ৩৬৬৬

সহিহ বুখারীর এ হাদিস থেকে জানতে পারলাম, তালাবদ্ধ জান্নাতের নামাজের দরজার দিকে নামাজীদেরকে ডাকা হবে। এর অর্থ কী? নামাজ যদি জান্নাতের চাবি না হয়, তাহলে তালাবদ্ধ জান্নাতের দরজার দিকে ডাকলে কিভাবে প্রবেশ করবে? সুতরাং যারা হাদিসটিকে অজ্ঞতার কারণে জাল বলে দাবি করছেন, তাদের থেকে সতর্ক থাকা উচিৎ। কারণ এসব বক্তব্য দিয়ে তারা মানুষকে নামাজের প্রতি গুরুত্ব বাড়াচ্ছেন নাকি অবহেলা শিখাচ্ছেন, তা যেকোনো বুদ্ধিমান মাত্রই বুঝবেন।

 

Check Also

নামাজ পড়লে জান্নাত পাবেন এমন কোনো আয়াত কি নেই?

এক মুর্খ জাহিল আলোচক দাবি করেছেন, ‘নামাজ পড়লে জান্নাত দেবে এমন আয়াত কুরআনে কোথাও পাইনি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.