Home > Uncategorized > নবী হওয়ার একমাত্র উপযুক্ত ব্যক্তি কাদিয়ানী

নবী হওয়ার একমাত্র উপযুক্ত ব্যক্তি কাদিয়ানী

 

(اس امت میں) نبی کا نام پانے کیلئے میں ہی مخصوص کیا گیا ہوں اور دوسرے تمام لوگ اس نام کے مستحق نہیں ہیں

অর্থাৎ এই উম্মতের ভেতর নবী নাম পাওয়ার জন্য আমিই একমাত্র উপযুক্ত ব্যক্তি। আমি ব্যতিত অন্য কেউ এ নামের উপযুক্ত আর কেউ নয়।
সূত্র: হাকিকতুল ওহী পৃ: ৩৯১-২ রুহানী খাযায়েন খ: ২২ পৃ: ৪০৬-৭

পৃথিবীর সবাই নবী হতে পারেন।

মির্জা বশীর লিখেছেন,

میں تو کہتا ہو ہزاروں نبی ہوں گے اور ایک ایسا انسان جو اس درجہ کو پہنچ جاتا ہے جو حضرت یحیی اور یوحنا وغیرہ انبیا کا تھا وہ نبی بن سکتا ہے

অর্থাৎ আমি তো বলি হাজার নবী হতে পারে। এমন কোনো ব্যক্তি যিনি ইয়াহইয়া এবং প্রমুখ নবীদের মর্যাদায় যদি পৌঁছতে পারে, তাহলে তিনিও নবী হতে পারেন।
সূত্র: আনওয়ারে খেলাফত পৃ: ৬৪

 

Check Also

…৫১ নাম্বারে আমার নাম। …করোনাকালীন সময়ে কোথায় ছিলে ما يلفظ من قول الا الخ তোমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.