Home > কুরবানীর মাসআলা > কুরবানীর পশু হারিয়ে গেলে করণীয় কি?

কুরবানীর পশু হারিয়ে গেলে করণীয় কি?

 

যার উপর কুরবানী করা ওয়াজীব, সে ব্যক্তি কুরবানীর পশু ক্রয় করার পর যদি চুরি হয়ে যায় বা মারা যায় অথবা হারিয়ে যায়, তাহলে তাকে আরেকটি পশু কুরবানী করতে হবে। কারন সামার্থবানদের জন্য কুরবানীর দিনগুলোতে কুরবানী করা ওয়াজীব। কুরআান শরীফে আল্লাহ তা’য়ালা বলেন,

فصل لربك وانحر

অর্থাৎ আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানী করুন।
সুরা কাউসার-২

তবে লোকটি যদি গরীব হয় অর্থাৎ যার উপর কুরবানী করা ওয়াজিব নয়, তার জন্য আরেকটি পশু ক্রয় করে কুরবানী করা ওয়াজিব নয়।

عن تميم بن حويص الأزدي قال ضلت أضحيتي قبل أن أذبحها فسألت ابن عباس فقال لا يضرك

অর্থঃ তামীম ইবনে হুয়াইয়িয আযাদী থেকে বর্ণিত তিনি বলেন, আমার কুরবানীর পশু জবাহ করার আগেই হারিয়ে গেলে ইবনে আব্বাস রা: কে (এ বিষয়ে করণীয় সম্পর্কে) জানতে চাইলে তিনি বললেন, কোনো অসুবিধা নেই।
সূত্রঃ আল মুহাল্লা খ: ৭ পৃ: ৩৫৮ ইলাউস সুনান খ: ১৭ পৃ: ২৮০

এ সম্পর্কে ফিকহের নির্ভরযোগ্য বিখ্যাতগ্রন্থ বাহরুর রায়েকে এসেছে,

ولو ضلت فليس عليه (الفقير) أن يشترى أخرى مكانها، وإن كان غنيا فعليه أن يشترى أخرى مكانها

অর্থাৎ কুরবানীর পশু যদি হারিয়ে যায়, তাহলে গরীব ব্যক্তির জন্য হারিয়ে যাওয়া পশুর পরিবর্তে আরেকটি পশু ক্রয় করা জরুরী নয়। তবে লোকটি যদি ধনি হয় তাহলে আরেকটি পশু ক্রয় করে কোরবানী করা ওয়াজীব।
সূত্রঃ আল বাহরুর রায়েক খ: ৯ পৃ: ৩২০ বাদায়েউস সানায়ে খ: ৪ পৃ: ১৯৯ ফাতাওয়ায়ে হিন্দিয়া খ: ৫ পৃ: ২৯৪ ফাতওয়ায়ে শামী খ: ২ পৃ: ২৩৩ ফাতওয়ায়ে বাযযাজিয়া আলা হামিশিল হিন্দিয়া খ: ৬ পৃ: ২৮৯ ফাতওয়ায়ে তাতারখানিয়া খ: ১৭ পৃ: ৪১৩ আল ফাতওয়ান নাওয়াজিল পৃ: ৩৩৬ ফাতহুল কাদীর খ: ৯ পৃ: ৫৩০ আল জাওহারাতুন নায়্যিরাহ খ: ৩ পৃ: ৮১ হিদায়া খ: ৪ পৃ: ৪৩১

লেখক

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর সদর।

Check Also

মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.