Home > জায়েয-নাজায়েয > কাবার দিকে পা দিয়ে ঘুমানো কি জায়েয?

কাবার দিকে পা দিয়ে ঘুমানো কি জায়েয?

 

পবিত্র বায়তুল্লাহ বা কা’বা সম্মানিত ঘর। কা’বার সম্মান রক্ষা করা সকল মুসলিমদের কর্তব্য। যার কারণে কা’বার দিকে ফিরে পেশাব-পায়খান বা থুথু ফেলা নিষেধ।সুতরাং কোন কারণ বা ওজর ছাড়া কা’বার দিকে পা দিয়ে ঘুমানোও ইসলামে মাকরুহ।

কা’বার দিকে থুথু ফেলা নিষেধ:

عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنّ رَسولَ اللَّهِ ﷺ رَأى في جِدارِ القِبْلَةِ مُخاطًا أوْ بُصاقًا أوْ نُخامَةً، فَحَكَّهُ

অর্থঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিবলার দিকে দেওয়ালে থুথু অথবা কাশ বা নাকের পানি দেখতে পেলেন, তিনি সেটা ঘষে পরিষ্কার করেছিলেন।
সূত্রঃ সহিহ বুখারী হাদিস:৪০৭ মুসলিম: ৫৪৯

عَنْ حُذَيْفَةَ، أَظُنُّهُ عَنْ رَسُولِ اللَّهِ صلّى الله عليه وسلم قَالَ مَنْ تَفَلَ تُجَاهَ الْقِبْلَةِ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ تَفْلُهُ بَيْنَ عَيْنَيْهِ

অর্থঃ হযরত হুযাইফাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি কিবলাহর দিকে থুথু ফেলে কিয়ামাতের দিন সে ঐ থুথু নিজের দু’ চোখের মধ্যখানে পতিত অবস্থায় উপস্থিত হবে।
সূত্রঃ সুনানে আবু দাউদ হাদিস: ৩৮২৪ সহিহ ইবনে হিব্বান: ১৬৩৯ আত তারগীব খ:১ পৃ: ১৬১ (হাদিস সহিহ)

কা’বার দিকে পেশাব-পায়খানা করা নিষেধ:

عن أبي هريرة قَالَ قَالَ رَسُولِ اللَّهِ صلّى الله عليه وسلم قَالَ إِذا جَلَسَ أَحَدُكُمْ على حاجَتِهِ، فلا يَسْتَقْبِلِ القِبْلَةَ، وَلا يَسْتَدْبِرْها

অর্থঃ হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, রাসুলুল্লাহ স: বলেন, যখন তোমাদের কেউ পায়খানায় বসবে,তখন কিবলামুখী হয়ে বসবে না এবং কিবলার দিকে পিঠ দিয়েও বসবে না।
সূত্রঃ সহিহ মুসলিম হাদিস: ২৬৫ আবু দাউদ: ৮

এ হাদিস গুলো থেকে বোঝা যায়, কা’বা শরীফের অসম্মান হয়; এমন কাজ শরিয়ত পছন্দ করে না।
কারণ এতে করে কাবার অসম্মান করা হয়। আর পবিত্র কুরআনে আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করতে উৎসাহ প্রদান করা হয়েছে,

ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ

অর্থঃ এটা শ্রবণযোগ্য। আর কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তাতো তার হৃদয়ের আল্লাহভীতি প্রসূত।
সূরা হাজ্জ্ব-৩২

এ কারণে ফকিহগণ কা’বার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করেছেন। ফিকহের প্রসিদ্ধ কিতাব ফাতওয়ায়ে আলমগিরীতে আছে,

وَيُكْرَهُ مَدُّ الرِّجْلَيْنِ إلَى الْكَعْبَةِ فِي النَّوْمِ وَغَيْرِهِ عَمْدًا

অর্থঃ ইচ্ছাকৃতভাবে ঘুমন্ত অবস্থায় অথবা অন্য কোন অবস্থায় কাবা শরীফের দিকে পা দেয়া মাকরূহ।
সূত্রঃ ফাতওয়ায়ে আলমগিরী খ: ৫ পৃ: ৩১৯ তাবয়ীনুল হাকায়েক (যায়লায়ী) খ:১ পৃ: ৪১৮ আল বিনায়াহ খ: ২ পৃ: ৫৫৯ ফাতওয়ায়ে মাহমুদিয়া খ: ২৯ পৃ: ১৭৪

 

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী 

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর।

Check Also

পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরা হারাম।

  عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.