Home > কুরবানীর মাসআলা > কুরবানীর কাযা আদায় করবে কিভাবে?

কুরবানীর কাযা আদায় করবে কিভাবে?

 

কারো উপর কোরবানী করা ওয়াজীব থাকা সত্ত্বেও যদি কুরবানী না করে এবং কুরবানীর দিনগুলো অতিবাহিত হয়ে যায় তাহলে একটি ছাগল পরিমান টাকা সাদাকা করা ওয়াজীব

من وجبت عليه الأضحية فلم يضح حتى مضت أيام النحر….فقد وجب عليه التصدق بقيمة شاة

অর্থ: কারো উপর কোরবানী করা ওয়াজীব থাকা সত্ত্বেও যদি কুরবানী না করে এবং কুরবানীর দিনগুলো অতিবাহিত হয়ে যায় তাহলে একটি ছাগল পরিমান টাকা সাদাকা করা ওয়াজীব।
সূ্ত্র: বাদায়ে সানায়ে খ:৬ পৃ: ২৯৪ রদ্দুল মুহতার খ: ৯ পৃ: ৪৫৬ বাহরুর রায়েক খ:৮ পৃ: ৩১৮ ফাতহুল কাদির খ: ৯ পৃ: ৫২১ হিন্দিয়া খ:৩ পৃ: ৩৪৬ তাতারখানিয়া খ:১৭ পৃ: ৪২৩

লেখক

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর সদর।

Check Also

মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.