কারো উপর কোরবানী করা ওয়াজীব থাকা সত্ত্বেও যদি কুরবানী না করে এবং কুরবানীর দিনগুলো অতিবাহিত হয়ে যায় তাহলে একটি ছাগল পরিমান টাকা সাদাকা করা ওয়াজীব
من وجبت عليه الأضحية فلم يضح حتى مضت أيام النحر….فقد وجب عليه التصدق بقيمة شاة
অর্থ: কারো উপর কোরবানী করা ওয়াজীব থাকা সত্ত্বেও যদি কুরবানী না করে এবং কুরবানীর দিনগুলো অতিবাহিত হয়ে যায় তাহলে একটি ছাগল পরিমান টাকা সাদাকা করা ওয়াজীব।
সূ্ত্র: বাদায়ে সানায়ে খ:৬ পৃ: ২৯৪ রদ্দুল মুহতার খ: ৯ পৃ: ৪৫৬ বাহরুর রায়েক খ:৮ পৃ: ৩১৮ ফাতহুল কাদির খ: ৯ পৃ: ৫২১ হিন্দিয়া খ:৩ পৃ: ৩৪৬ তাতারখানিয়া খ:১৭ পৃ: ৪২৩
লেখক
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর সদর।