কুরবানীর পশুকে আলাদা বুঝাতে চিহ্ন স্বরূপ হার, মালা ইত্যাদি পরানো যাবে। কিন্তু অতিরিক্ত খরচ করে অপচয় না করা। কারণ হাদিসে এসেছে,
قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَا فَتَلْتُ قَلاَئِدَ هَدْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ، ثُمَّ قَلَّدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيْهِ، ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي
অর্থ: হযরত আয়িশা রা: বলেন,আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর জন্তুর জন্য হার পাকিয়েছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে হার পরিয়ে (আমার পিতা) আবূ বকর (রাঃ) এর সঙ্গে পাঠিয়েছেন।
সূ্ত্র: সহিহ বুখারী হাদীস: ২৩১৭ মুসলিম-১৩২১ শরহু মাআনিল আসার (তহাবী) খ: ২ পৃ: ২৬৪
লেখক
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর সদর।