এক. ঘুম থেকে জাগ্রত হয়ে দুই হাতে চোখ-মুখ মৃদু কচলানো, যেন ঘুমের প্রভাব দূর হয়ে যায়। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন,
فاستيقظ رسول الله صلى الله عليه وسلم فجعل يمسح النوم عن وجهه
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে উঠে তাঁর চেহারা থেকে ঘুম মুছতে লাগলেন। –শামায়েলে মুহাম্মাদিয়্যাহ, হাদিস নং : ২৬৫
দুই. নিদ্রাভঙ্গ হওয়ার পর দুআ পড়া। হুযাইফাহ ইবনু ইয়ামান রা. হতে বর্ণিত, তিনি বলেন,
وَإِذَا قَامَ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন, তখন পড়তেন–
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
(উচ্চারণ : ‘আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা’দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর’) যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুদানের পর আবার আমাদের পুনর্জীবিত করেছেন। আর প্রত্যাবর্তন তাঁর পানেই। –সহিহ বুখারী, হাদিস নং : ৬৩১৩
তিন. নিদ্রা থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে মিসওয়াক করা। হযরত আয়েশা রা. হতে বর্ণিত,
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرْقُدُ مِنْ لَيْلٍ وَلاَ نَهَارٍ فَيَسْتَيْقِظُ إِلاَّ تَسَوَّكَ قَبْلَ أَنْ يَتَوَضَّأَ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিবা-রাতে ঘুম হতে উঠার পর উযু করার পূর্বে মিসওয়াক করতেন। —সুনানে আবু দাউদ, হাদিস নং : ৫৭
বি.দ্র. ঘুম থেকে জাগ্রত হয়ে যদি কেউ উযু করে, তাহলে উযুর সময়ও মিসওয়াক করতে হবে। নিদ্রা থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই যে মিসওয়াক করা হয়, এটি স্বতন্ত্র সুন্নত। অতএব ঘুম থেকে উঠে মিসওয়াক করার মাধ্যমে উযুর সময়ের মিসওয়াকের সুন্নাত আদায় হবে না। এ ব্যপারে দালিলিক আলোচনা দেখুন–‘বযলুল মাজহুদ ফি শরহি আবু দাউদ, খ. পৃ. ১২৮’।
চার. ঘুম থেকে উঠে তিনবার হাত ধোয়া। অর্থাৎ নিদ্রা থেকে জাগ্রত হওয়ার পর হাত-মুখ ধোয়ার জন্য বা উযু করার উদ্দেশ্যে পানির বর্তনে হাত দেওয়ার আগে তিনবার হাত ধুয়ে নেওয়া সুন্নাত। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
إذا إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ فَلْيُفْرِغْ عَلَى يَدِهِ ثَلاَثَ مَرَّاتٍ قَبْلَ أَنْ يُدْخِلَ يَدَهُ فِي إِنَائِهِ فَإِنَّهُ لاَ يَدْرِي فِيمَ بَاتَتْ يَدُهُ
যখন তোমাদের কেউ জাগ্রত হবে, তখন সে তার হাত পাত্রে ঢুকাবার পূর্বে যেন তা তিনবার ধুয়ে নেয়। কারণ সে জানে না যে, তার হাত রাতে কোথায় ছিল। –সহিহ মুসলিম, হাদিস নং : ২৭৮
পাঁচ. তিনবার নাক ঝেড়ে পরিস্কার করা। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَتَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ ثَلاَثًا فَإِنَّ الشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيْشُومِهِ
তোমাদের কেউ যখন নিদ্রা থেকে ওঠে এবং ওযু করে, তখন তার নাক তিনবার ঝেড়ে ফেলা উচিত, কেননা, শয়তান তার নাকের ছিদ্রে রাত্রিযাপন করে। –সহিহ বুখারী, হাদিস নং : ৩২৯৫