অযু অবস্থায় আযান দেয়া মুস্তাহাব। তবে অযু ছাড়া আযান দিলেও আযান সহিহ হয়ে যাবে। কারণ অসংখ্য তাবেয়ীগণসহ ইবরাহীম নাখায়ী রাহ. বলেন,
عن منصور عن ابراهيم قال لا بَأْسَ أَنْ يُؤَذِّنَ عَلَى غَيْرِ وُضُوءٍ.
অর্থ: অযু ছাড়া আযান দেওয়া নিষিদ্ধ নয়।
সূত্র: মুসান্নাফে ইবনে আবী শাইবা হাদীস-২২০২
তবে যথাসম্ভব অযু ছাড়া আযান না দেওয়ার চেষ্টা করবে। কারণ অযু ছাড়া আযান দেয়া উচিৎ নয়। কারণ অসংখ্য হাদিস ও আছারো অযু করে আযান দিতে উদ্ভুদ্ধ করা হয়েছে।পাশাপাশি হাদিসে এসেছে,
عن أبي هريرة عن النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ يُؤَذِّنُ إِلاَّ مُتَوَضِّئٌ
অর্থ: হযরত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অযু ছাড়া কেউ যেন আযান না দেয়।
সূত্র: সুনানে তিরমিযি হাদিস-২০০
আরো দেখুন- আলমুহীতুল বুরহানী খ: ২ পৃ: ৯৪ আলবাহরুর রায়েক খ: ১ পৃ: ২৬৩
লেখক:
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক- মাদরাসা মারকাযুন নূর বোর্ডবাজার, গাজীপুর সিটি।