পানিতে বসবাসকারী প্রাণীর ভেতর শুধু মাত্র মাছ খাওয়া বৈধ। কাকড়া খাওয়া জায়েয নেই। কারণ ‘কাকড়া’ কুরআন শরীফে বর্ণিত “খবাইস” এর অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেন,
ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث
অর্থ: এবং তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষনা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ।
সুরা আরাফ আয়াত-১৫৭
উপরন্তু নবিজি স: বলেন,
عن ابن عمر رضي الله عنه، قال قال رسولُ الله صلى الله عليه وسلم أحلَّت لَكُم ميتتانِ ودَمانِ فأمّا الميتَتانِ فالحوتُ والجرادُ وأمّا الدَّمانِ فالكبِدُ والطِّحالُ
অর্থ: আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের জন্য দু’ প্রকারের মৃতজীব ও দু’ ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃত জীব দু’টি হলো মাছ ও টিড্ডি এবং দু’ প্রকারের রক্ত হলো কলিজা ও প্লীহা।
সূত্র: ইবনে মাযাহ হাদিস: ৩৩১৪ মুসনাদে আহমাদ-৫৭২৩ (হাদিস সহিহ)
উপরোক্তআয়াত এবং হাদিসকে সামনে রেখে বলা হয়েছে,
ولا يحل حيوان مائى الا السمك
অর্থ: পানিতে বসবাসকারী প্রাণীর ভেতর শুধু মাছ ছাড়া অন্য প্রাণী বৈধ নয়।
সূত্র: রদ্দুল মুহতার খ:৯ পৃ:৪৪৪
লেখক:
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ডবাজার, গাজীপুর।
শায়েখ চিংড়িও কি তাহলে হারাম?এটা তো মাছ নয়, এবং দেখতে খবাইস এর মত। আপনার মতামত কি
আসসালামু আলাইকুম মুহতারাম!
মুহতারাম, আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন!আমরা প্রতিনিয়ত আপনার ইউটিউবে সমস্ত ভিডিও গুলো দেখে থাকি এবং অনেক উপকৃত হই।
আপনার কাছে আমাদের ছোট একটি প্রশ্ন,তা হলোঃ
আমরা জানি যে, ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলার দ্বারা দেশের অনেক সুনাম হয়,দেশের নাম সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে!
তাহলে দেশের জন্য ক্রিকেট কিংবা ফুটবল খেলা জায়েজ আছে কি না?তার বিনিময়ে খেলোয়াড়দের’কে যে পারিশ্রমিক দেওয়া হয় তা হালাল হবে কি না? কেউ যদি খেলাকে নিজের পেশা করে নেয় এবং তার দ্বারা সে জীবিকা নির্বাহ করে, তাহলে তা জায়েজ হয়ে যাবে কি না?আশাকরি কুরআন হাদিসের আলোকে আপনার মুল্যবান উত্তরটি ইউটিউব কিংবা ফেসবুক পেইজে ভিডিও আকারে দিয়ে আমাদেরকে উপকৃত করবেন।
জাযাকুমুল্লাহ!
সাইফুল ইসলাম(চুয়াডাঙ্গা থেকে)
ছাত্রঃআল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারী।
Fight a wolf with a flex stalk.
Deep doubts deep wisdom small doubts little wisdom.
easy loan
teacher loan
cialis tadalafil portugal: buy cialis online overnight buy cialis 36 hour online
cost of tadalafil without insurance