এনজিওগ্রাম কি?
এনজিওগ্রাম রক্তনালির একটি পরীক্ষার নাম ও চিকিৎসাপদ্ধতি। এই পরীক্ষাটি এক ধরনের Special X-Ray পরীক্ষার মতো। যার সাহায্যে হৃৎপিণ্ডের রক্তনালির, মস্তিষ্কের রক্তনালি, কিডনির রক্তনালি ও হাত-পায়ের রক্তনালি দেখা যায়। যেভাবে এই পরীক্ষা করা হয় সেই পদ্ধতিকে এনজিওগ্রাফি বলে এবং পরীক্ষার পর X-Ray Image বা Film যেটি বের হয় তাকে বলে এনজিওগ্রাম। হৃৎপিণ্ডের রক্তনালির সমস্যা দেখার জন্য যে এনজিওগ্রাম করা হয় তাকে করনারি এনজিওগ্রাম বলা হয়
সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ৮ মে ২০২০
রোযা রেখে এনজিওগ্রাম করার বিধান:
এনজিওগ্রামের কারণে রোযা নষ্ট হবে না। এ যন্ত্রটি ব্যবহারের সময় কোন ঔষধ লাগানো থাকলেও রোযা নষ্ট হবে না। কারণ এতে খাদ্যনালী দিয়ে কোন কিছু পেটে প্রবেশ করে না। আর মূলত কোরআন শরীফে রোযাদারের জন্য খাদ্য আহার করা নিষেধ করা হয়েছে। মহান আল্লাহ বলেন,
وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْل
অর্থ: আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত।
(সূরা বাকারা আয়াত-১৮৭)
লেখক:
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর।