নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে আমাদের স্মৃতি শক্তি অনেক বৃদ্ধি পায়।
সূত্র: সময়ের কণ্ঠস্বর ১ অক্টোবর ১৬
টেক্সাস ইউনিভার্সিটিতে করা এক গবেষণায় দেখা গেছে, যেসব ছাত্রছাত্রী নিয়মিত সকালে উঠে তারা দেরিতে উঠা ছাত্রদের তুলনায় পরীক্ষায় ভালো স্কোর করে।
সাম্প্রতিক গবেষণাগুলোও ভোরে ওঠার উপকারিতা স্বীকার করেছে। তারা দেখেছে, যারা খুব ভোরে ঘুম থেকে উঠে তাদের চরিত্রের সব ইতিবাচক পারসনালিটির বৈশিষ্ট্য বিদ্যমান।
সূত্র: নয়াদিগন্ত ৩ এপ্রিল ২১
تَحتَرِقونَ تَحتَرِقونَ، فإذا صَلَّيتُمُ الصُّبحَ غَسَلَتْها، ثم تَحتَرِقونَ تَحتَرِقونَ، فإذا صَلَّيتُمُ الظُّهرَ غَسَلَتْها، ثم تَحتَرِقونَ تَحتَرِقونَ، فإذا صَلَّيتُمُ العَصرَ غَسَلَتْها، ثم تَحتَرِقونَ تَحتَرِقونَ، فإذا صلَّيتُمُ المَغرِبَ غَسَلَتْها، ثم تَحتَرِقونَ تَحتَرِقونَ، فإذا صلَّيتُمُ العِشاءَ غَسَلَتْها، ثم تَنامونَ فلا يُكتَبُ عليكم حتى تَستَيقِظوا
তারিখে বাগদাদ: ২০৯১
পানির নিচে বিত্তিবেসাত জ্বলে
…পানির নিচে বাতি জ্বলে ঝড় বাতাসে নিভে না,
বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না।
ক. সব দরবার নবীজির সা. দরবারেও নামাজ
খ. শয়তান প্রয়োজন পড়ে না।
আবার কেউ কয়
৫ ওয়াক্ত নামাজের কথা লিখা নাই ভাই কুরআনে প্রমাণে,
মারফতের নামাজের ভেদ কয়জনে জানে?
আমি…
তোর জন্ম তোর বাপে দিছে কোথায় দলীল কই প্রমাণ?
আজাইরা সব ক্যাচাল ওদের শিখাইছে শয়তান।
প্রেমিকা ডাকলে দৌড় দাও।
রবও ডাকেন যাও না।
…দোকান বড়, অফিস বড়।
…কত অবহেলা করলে রবকে।
…১ দিন না গেলে ব্রেকাপ অথচ রব ৬০ বছর
…ফজরে ডাকলেন—এশা পর্যন্ত, রাত পরের দিন।
…রিপ্লে দিতে দেরি হয় দেখেও দেখে না। তোমার রব অপেক্ষা করেন কখন মেসেজ করবা সাথে সাথে রিপ্লে
الحمد لله رب العالمين
حمدني عبدي
الرحمن الرحيم
أثنى علي عبدي
مالك يوم الدين
مجدني عبدي
إياك نعبد وإياك نستعين
هذا بيني وبين عبدي ولعبدي ما سأل
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ، غير المغضوب عليهم ولا الضالين
هذا لعبدي ولعبدي ما سأل
মুসলিম: ৩৯৫
কিয়ামতে
أوَّلُ ما يُحاسَبُ به العبدُ يومَ القيامةِ الصَّلاةُ فإنْ صلَحَتْ صلَح له سائرُ عمَلِه وإنْ فسَدَتْ فسَد سائرُ عمَلِه
আত তারগীব খ. ৪ পৃ. ১৯৩