স্ত্রীর জন্য স্বামীর নাম ধরে ডাকা ইসলামের দৃষ্টিতে এক প্রকার অসৌজন্যতা, তাই এমনটা করা মাকরূহ বা অনুচিত। কারণ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا
অর্থ: যে লোক আমাদের শিশুদের আদর করে না এবং আমাদের বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
সূত্র: আত তারগীব খ: ১ পৃ: ৯০ জামে তিরমিযি হাদিস: ১৯১৯ (হাদিস সহিহ)
ফতোয়ায়ে শামীতে আসছে,
يكره أن يدعو الرجل أباه وأن تدعو المرأة زوجها باسمه
অর্থাৎ সন্তানেরর জন্য বাবার নাম ধরে ডাকা এবং স্ত্রীর জন্য স্বামীর নাম ধরে ডাকা মাকরূহ বা অনুচিত।
রদ্দুল মুহতার খ: ৬ পৃ: ৪১৮