সমাজে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে, “পাতিলে বা কড়াইয়ে ভাত খেলে অথবা পাটায় মোছা ভাত খেলে মেয়ে সন্তান জন্ম নেয়।” এটা ডাহা মিথ্যা কথা। কোন মুসলিম এ ধরণের কুফরী কথা বিশ্বাস করতে পারে না। কারণ ছেলে-মেয়ে সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। মহান আল্লাহ বলেন,
هِ مُلۡکُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ؕ یَخۡلُقُ مَا یَشَآءُ ؕیَهَبُ لِمَنۡ یَّشَآءُ اِنَاثًا وَّ یَهَبُ لِمَنۡ یَّشَآءُ الذُّکُوۡرَ
অর্থ: আসমানসমূহ ও যমীনের রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন।
সুরাঃ শুরা আয়াত: ৪৯