Home > কুরবানীর মাসআলা > শিং ভাঙ্গা বা ফেটে যাওয়া পশু কুরবানী

শিং ভাঙ্গা বা ফেটে যাওয়া পশু কুরবানী

 

যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙ্গে গেছে বা শিং একেবারে উঠেইনি সে পশু কুরবানী করা জায়েয।

يضحى بالجماء التى لا قرن لها خلقة وكذا العظماء التى ذهب بعض قرنها بالكسر أو غيره فإن بلغ الكسر إلى المخ لم يجز
সূত্র: ই’লাউস সুনান খ. ১৭ পৃ. ২৩৯ রদ্দুল মুহতার খ. ৯ পৃ. ৪৬৭ বাদায়েউস সানায়ে খ. ৪ পৃ. ২১৬

প্রমাণ:

হুজাইয়্যাহ ইবনে আদী রহ. বলেন, আমি আলী রা. কে কুরবানীর পশু সম্পর্কে প্রশ্ন করতে গিয়ে এক পর্যায়ে বললাম,

قُلْتُ فَمَكْسُورَةُ الْقَرْنِ قَالَ لاَ بَأْسَ

অর্থ: আমি বললাম, তার শিং ভাঙ্গা হলে? তিনি বললেন, এতে কোন সমস্যা নেই।
সূত্র: জামে তিরমিযি হাদিস: ১৫০৩ আহমাদ: ১০২১

তবে যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙ্গে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে পশুর কুরবানী জায়েয নয়।

عَنْ عَلِيٍّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُضَحَّى بِأَعْضَبِ الْقَرْنِ وَالأُذُنِ ‏قَالَ قَتَادَةُ فَذَكَرْتُ ذَلِكَ لِسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ فَقَالَ الْعَضْبُ مَا بَلَغَ النِّصْفَ فَمَا فَوْقَ ذَلِكَ ‏

অর্থ: হহযরত আলী (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং ভাঙ্গা ও কান কাটা পশু কুরবানী করতে মানা করেছেন। কাতাদা (রাহঃ) বলেছেন, আমি এ প্রসঙ্গে সাঈদ ইবনুল মুসাইয়িব (রাহঃ)-এর নিকট উল্লেখ করলে তিনি বলেন, “আল-আযব’ দ্বারা শিং-এর অর্ধেক বা তার বেশী ভাঙ্গাকে বুঝায়।
সূত্র: জামে তিরমিযি হাদিস: ১৫০৪

Check Also

সামর্থ্যবান ব্যক্তি কুরবানী করতে না পারলে ক্বাযা করবে কিভাবে?

  যে ব্যক্তি কুরবানী করতে পারেনি। কিন্তু তার উপর কুরবানী করা আবশ্যক ছিল। তাহলে পরবর্তিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.