হযরত আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, নবীজি সা. বলেছেন,
من صلّى عليَّ في يومٍ ألفَ مرَّةٍ لم يمُتْ حتّى يرى مقعدَه من الجنَّةِ
অর্থাৎ যে ব্যক্তি আমার উপর প্রতিদিন ১ হাজার বার দরুদ শরীফ পাঠ করবে, সে তার জান্নাতের ঠিকানা না দেখার আগ পর্যন্ত মৃত্যুবরণ করবে না।
সূত্র: আত তারগীব ওয়াত তারহীব (মুনযিরি রহ.) খ. ২ পৃ. ৪০৪ আল-আমালী হাদিস: ৫৬ আত-তারগীব ফি ফাযায়িলিল আ’মাল (ইবনে শাহীন রহ.) : ১৯