Home > ওয়াজ > পয়েন্ট

পয়েন্ট

আল্লাককে কেন ভালোবাসবো

বাংলাদেশ
বাংলাদেশের আয়তন ৫৪/৫৬ হাজার বর্গমাইল।

পৃথিবী
পৃথিবীর আয়তন প্রায় ২০ কোটি বর্গমাইল।

বৃহস্পতি
বৃহস্পতির ভেতরে ১,৩২১টা পৃথিবী রাখা যাবে।
সূত্র: কালেরকণ্ঠ: ২৩ মে ২০ ঈ:

সূর্য
পুরো সূর্যটাকে ঢেকে দিতে পৃথিবীর মতো ১৩ লাখ গ্রহ লাগবে!
সূত্র: কালেরকণ্ঠ: ২৩ মে ২০ ঈ:

ইউওয়াই স্কুটি’
ব্যাসার্ধের দিক থেকে সূর্যের চেয়ে ১ হাজার ৭০০ গুণ বড় নক্ষত্রও আছে। ‘ইউওয়াই স্কুটি’ এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র।
সূত্র: প্রথম আলো ৪ ডিসেম্বর ২০১৫ ঈ:

দূরত্ব
—–

মঙ্গলগ্রহ
প্রায় ৮ কোটি কিলোমিটার।

সূর্য
পৃথিবী থেকে সূর্য প্রায় ১৫ কোটি ১৪ লাখ কিলোমিটার দূরে অবস্থিত।
সূত্র: কালেরকণ্ঠ: ২৩ মে ২০

নেপচুন
সূর্য থেকে নেপচুন সাড়ে চার শত কোটি কিলোমিটার দূরে।

প্লুটো
পৃথিবী থেকে প্লুটো ৫৮৭ কোটি কিলোমিটার দূরে।

কে মেপেছেন?

খ্রীষ্টপূর্ব ২৫০ বছর আগেই অ্যারিষ্টারকাস মাপেন, পরে ১৬৫৩ সালে ক্রিষ্টিয়ান হাইগেন মাপেন এ দূরত্ব।

আলোর গতি:
….সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার।
….সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে ৮ মিনিট ১৯ সেকেন্ড সময় নেয়

কিছু কিছু তারকার আলো

ويقول العلماء إن هناك بعض النجوم التي لم يصل إلينا ضؤوها منذ نشأة الكون

গ্যালাক্সি

১৫ হাজার কোটিররও অধিক সৌরজগত মিলে একটি গ্যালাক্সি।
একটি সৌরজগতের মাঝে আরেকটি সৌরজগতের মাঝখানে তফাৎ হলো ৩৩ লক্ষ আলোকবর্ষ। আলোর গতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার। অর্থাৎ আলো সেকেন্ডে চলে ৩ লক্ষ কিলোমিটার। সেই আলো দিন নয়,সপ্তাহ নয় মাস নয় বছর নয় ৩৩ লক্ষ বছর চলার পর এতদূরে গিয়ে আরেকটি সৌরজগত। এমন ১৫ হাজার কোটিরও বেশি সৌরজগত দিয়ে ১ টি গ্যালাক্সি তৈরি। গ্যালাক্সি কত বড়!।

গ্যালাক্সিগুচ্ছ

১৫ হাজার কোটিররও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সিগুচ্ছ তৈরি হয়।

মহাগ্যালাক্সি

১৫ হাজার কোটিররও অধিক গ্যালাক্সিগুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি তৈরি হয়।

মহাশুন্য

১৫ হাজার কোটিররও অধিক মহাগ্যালাক্সি মিলে একটি মহাশুন্য তৈরি হয়।

মুসা আ:
إِنَّ مُوسَى عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ قَالَ: يَا رَبِّ لَوْ أَنَّ السموات وَالْأَرْضَ حِينَ قُلْتَ لَهُمَا “ائْتِيا طَوْعاً أَوْ كَرْهاً” عَصَيَاكَ مَا كُنْتَ صَانِعًا بِهِمَا؟ قَالَ كُنْتُ آمُرُ دَابَّةً مِنْ دَوَابِّي فَتَبْتَلِعُهُمَا. قَالَ: يَا رَبِّ وَأَيْنَ تِلْكَ الدَّابَّةُ؟ قَالَ: فِي مَرْجٍ مِنْ مُرُوجِي. قَالَ: يَا رَبِّ وَأَيْنَ ذَلِكَ الْمَرْجُ؟ قَالَ عِلْمٌ مِنْ عِلْمِي.
কুরতুবী খ. ৮ পৃ. ২২৫

…তোমরা ৫৬ হাজার বর্গমাইলের সরকারের চামচা।
…বিচার করা দরকার।
…রাজাকারের বিচার ৫০ বছর পর হতে পারলে
…আমেরিকা,চায়না,ইন্ডিয়ার দালাল।
…আল্লাহর সাথে পাল্লা কল্লা উচু করা যায় না।
…বিসমিল্লাহ সংবিধানে আছে, টাকলা মুরাদ নাই
…টাকলা তুমি হাজী গাজী
…কামাল আতাতুর্ক
…মক্কায় নবিজি সা.
لا يبقى على الأرضِ بيتُ مَدَرٍ ولا وَبَرٍ إلّا أدخَله اللهُ الإسلامَ بعِزِّ عزيزٍ أو بذُلِّ ذليلٍ

বাবড়ি মসজিদে রামমন্দির চালু করেছে।
আমেরিকার হোয়াইট হাউস,
ভারতের লালকেল্লা
জয়শ্রীরাম বন্ধ হয়ে আল্লাহর স্লোগান উঠবে।
… হে গৌরগোবিন্দের ধুতি পরার টাইম পাবা না।
…এক রাশিয়ান কাবুল থেকে।
…শিবশক্তি মহারাজ
…ও মধুর নামটি নিতে

মিজানের পাল্লা

عن سليمانَ رضيَ اللهُ عنهُ أَنَّهُ قالَ يوضعُ الميزانُ يومَ القيامةِ فلو وزنَ فيهِ السَّماواتُ والأرضُ لوسِعت فتقولُ الملائِكةُ يا ربِّ لمن تزنُ هذا فيقول الله تعالى لمن شئتُ من خَلقي فتقولُ الملائِكةُ سبحانَكَ ما عبدناكَ حقَّ عبادتِكَ
জামিউল উলুম ওয়াল হিকাম খ: ২ পৃ: ১৮

رُوِيَ أَنَّ دَاوُدَ عَلَيْهِ السَّلَامُ سَأَلَ رَبَّهُ أَنْ يُرِيَهُ الْمِيزَانَ فَأَرَاهُ كُلَّ كِفَّةٍ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، فَغُشِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ فَقَالَ: يَا إِلَهِي مَنِ الَّذِي يَقْدِرُ أَنْ يَمْلَأَ كِفَّتَهُ حَسَنَاتٍ؟ فَقَالَ: يَا دَاوُدُ إِنِّي إِذَا رَضِيتُ عَلَى عَبْدِي مَلَأْتُهَا بِتَمْرَةٍ
রুহুল মাআনী খ: ১৭ পৃ: ৫৪

নেকি কত দেয়া হয়?

২. আমল সমপরিমান নেকী অর্জন।

جَزَاء مِّن رَّبِّكَ عَطَاء حِسَابًا
সুরাঃ নাবা আয়াত: ৩৬

গুনাহ একটাই

وَمَن جَاۤءَ بِٱلسَّیِّئَةِ فَلَا یُجۡزَىٰۤ إِلَّا مِثۡلَهَا وَهُمۡ لَا یُظۡلَمُونَ আনআম: ১৬০

৩. একটি আমলে ১০ টি নেকি অর্জন।

مَن جَاۤءَ بِٱلۡحَسَنَةِ فَلَهُۥ عَشۡرُ أَمۡثَالِهَاۖ
আনআম: ১৬০

৪. একটি আমলে ৭০০ নেকি অর্জন।

فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ
সূত্র: সহিহ বুখারী হাদিস: ৭৫০১

৫. একটা নেকির বিনিময় ১ হাজার নেকি অর্জন।

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ بَلَغَنِي أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُعْطِي عَبْدَهُ بِالْحَسَنَةِ الْوَاحِدَةِ أَلْفَ أَلْفِ حَسَنَةٍ
সূত্র: মাজমাউয যাওয়ায়েদ হাদিস: ১৭১৮৮

৬. একটা নেকির বিনিময় ২ হাজার নেকি অর্জন।

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُول
إِنَّ اللَّهَ يُضَاعِفُ الْحَسَنَةَ أَلْفَيْ أَلْفِ حَسَنَةٍ
সূত্র: আহমাদ: ১০৭৬০

৭. ওহুদ পাহাড় সমপরিমান ৩,৫৩৩ ফুট।

যেমন তোমরা গাভি ছোট থেকে বড় করো, তেমনি তোমার ছোট ছোট নেকি বড় করতেই থাকবো।

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ وَلاَ يَقْبَلُ اللهُ إِلاَّ الطَّيِّبَ وَإِنَّ اللهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ
সূত্র: সহিহ বুখারী হাদিস: ১৪১০

وَمَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُوْلَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍ
সুরাঃ গাফের আয়াত: ৪০

وَيَزيدُهُم مِّن فَضْلِهِ

যুবক, সেই আল্লাহকে ভুলে কারে ভালোবাসো?

…ফ্লাক্সি আর বিকাশ করবা যতদিন
…বিকাশ বন্ধ করলে হারিকেন দিয়েও
…গরীব তুমি বলো লাভ, মেয়েরা নেবে ভাব
তুমি বলবা জান, সে করবে ফান,
অতএব যুবক সন্তান, সাবধান! সাবধান!
অবৈধ ভালোবাসার মাঝে থাকে ইবলিস শয়তান।
যুবক তুমি বুঝলা না,
এ দুনিয়ার মেয়েরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না।

…তুমি যদি বাদাম বিক্রেতা হকার হও
…প্রেমের সময় খোজে

.স্বার্থবাদের এ দুনিয়ায় না থাকিলে টাকা,
জরিনা আর রবে না, তোর প্রেমে পড়বে ঠাডা।
প্রেমের সময় মেয়ে তোমায় ডাকতো বলে জান,
বিয়ের সময় খোঁজে এখন ধনির কালাচান।
হায়রে কত ভালো টাকা,
টাকাই প্রেমিক, টাকাই স্বামী, এখন টাকাই ভালোবাসা।
…সারা রাত অপেক্ষা করো, রব ২৪ ঘন্টা
…প্রেমিকা ডাকলে রমনার বটমূলে
…৭০ বছর অপেক্ষায় আছেন তোমার রব।
…একদিন অবহেলা করলে ব্রেকাপ
…পাঁচ ওয়াক্ত নামাজে ডাকি

لا تَنقطِعُ الهِجرةُ حتّى تَنقطِعَ التَّوبةُ، ولا تَنقطِعُ التَّوبةُ حتّى تطلُعَ الشَّمسُ مِن مغرِبِها
সুনানে আবু দাউদ হাদিস: ২৪৭৯

রিপ্লে দিতে দেরি।

الحمد لله رب العالمين
حمدني عبدي
الرحمن الرحيم
أثنى علي عبدي
مالك يوم الدين
مجدني عبدي
إياك نعبد وإياك نستعين
هذا بيني وبين عبدي ولعبدي ما سأل
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ، غير المغضوب عليهم ولا الضالين
هذا لعبدي ولعبدي ما سأل
মুসলিম: ৩৯৫

পক্ষপাতিত্বের বিচার

…প্রেমে স্যাকা খেয়ে এক যুবক ভাবছো বেঁচেই থাকবো না মরেই যাবো আজ। কোন দল করো?

إِنَّ اللَّهَ يُدْنِي الْمُؤْمِنَ فَيَضَعُ عَلَيْهِ كَنَفَهُ، وَيَسْتُرُهُ فَيَقُولُ أَتَعْرِفُ ذَنْبَ كَذَا أَتَعْرِفُ ذَنْبَ كَذَا فَيَقُولُ نَعَمْ أَىْ رَبِّ‏.‏ حَتَّى إِذَا قَرَّرَهُ بِذُنُوبِهِ وَرَأَى فِي نَفْسِهِ أَنَّهُ هَلَكَ قَالَ سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا، وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ‏.‏ فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ، وَأَمَّا الْكَافِرُ وَالْمُنَافِقُونَ فَيَقُولُ الأَشْهَادُ هَؤُلاَءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ، أَلاَ لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ
বুখারী: ২৪৪১

মা যেমন ঘুমায় না।

عَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا
সূত্র: সহিহ মুসলিম হাদিস: ২৭৫৯

নিশ্বাসে

تو خدا مالك فردوس خدا خالق تو نار
تو نافرمان

 

 

মানুষের সম্মান ও মানবরুপী পশু

মানুষের চেয়ে কালার, শক্তি, আওয়াজ উচ্চ বা মিষ্টি, বাচ্চা দেয়ার দিক থেকে এগিয়ে অনেক সৃষ্টি।

وَخُلِقَ الإِنسَانُ ضَعِيفًا
নিসা: ২৮

আসমান বড়, যমীন বড় কিন্তু মানুষের সম্মান

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ
ইসরা: ৭০

আল্লাহ মানুষকে নিজ হাতে বানিয়েছেন।

قالَ عبدُ اللَّهِ بنُ عمرَ : خلقَ اللَّهُ أربعةَ أشياءَ بيدِهِ : العرشَ ، والقَلمَ ، وآدمَ ، وجنَّةَ عدنٍ ، ثمَّ قالَ لسائرِ الخلقِ كُن فَكانَ
সূত্র: কিতাবুল উলু ( ইমাম যাহাবী রহ.) হাদিস: ১৮৫

خَلَقۡتُ بِیَدَیَّۖ
ছোয়াদ: ৭৫

তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ট বলিয়া,
তাই নূরের ফিরিস্তা, করে আদমকে সেজদা,
তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান।

…শাহরিয়ার কবির বনাম জুনাঈদ বাবুনগরী
…মোদী বনাম আহমাদ শফী
…৭১ এর মুক্তিযোদ্ধা ও রাজাকার।
…গরুর মূত ও দুধ

…এখন যত পারো

যারা আল্লাহর নাম উঠিয়ে দিতে চাও।

টাকলা মুরাদ
কামাল আতাতুর্ক
মক্কায় নবিজি সা.

বাবড়ি মসজিদ

হোয়াইট হাউস, দিল্লির লাল কেল্লা।
لا يبقى على الأرضِ بيتُ مَدَرٍ ولا وَبَرٍ إلّا أدخَله اللهُ الإسلامَ بعِزِّ عزيزٍ أو بذُلِّ ذليلٍ
সহিহ ইবনে হিব্বান: ৬৬৯৯

আমেরিকার হোয়াইট হাউস,
ভারতের লালকেল্লা
জয়শ্রীরাম বন্ধ হয়ে আল্লাহর স্লোগান উঠবে।

হে গৌরগোবিন্দের ধুতি পরার টাইম পাবা না।

এক রাশিয়ান কাবুল থেকে।

শিবশক্তি মহারাজ

ও মধুর নামটি নিলে

শের

সম্মান একমাত্র ঈমানে।

یَرۡفَعِ ٱللَّهُ ٱلَّذِینَ ءَامَنُوا۟ مِنكُمۡ وَٱلَّذِینَ أُوتُوا۟ ٱلۡعِلۡمَ دَرَجَـٰتࣲۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِیرࣱ
মুজাদালাহ: ১১

পাহারা দারি করেন ফিরিস্তারা

لَهُۥ مُعَقِّبتࣱ مِّنۢ بَیۡنِ یَدَیۡهِ وَمِنۡ خَلۡفِهِ یَحۡفَظُونَهُ مِنۡ أَمۡرِ ٱللَّهِۗ
সুরা রা’দ: ১১

ফিরিস্তাদের চেয়েও দামি

যায়েদ ইবনে আসলাম রা. বলেন,

قالت الملائكةُ يا ربَّنا، إنك أَعطيت بني آدمَ الدُّنيا، يأكلون ويتمتَّعونَ، ولم تُعْطِنا ذلك
তাফসীরে ইবনে কাসীর খ. ৫ পৃ. ৯৫

আব্দুল্লাহ ইবনে আমর রা. বলেন,

قالت الملائكةُ يا ربنا اجعل لنا هذهِ نأكلُ منها ونشربُ
আল বিদায়াহ ওয়ান নিহায়াহ খ. ১ পৃ. ৪৯

فقال اللهُ: وعزَّتي وجلالي لا أجعلُ صالحَ ذُرِّيَّةِ مَن خلقتُ بيديَّ، كمن قلتُ له: كُنْ، فكان
তাফসীরে ইবনে কাসীর খ. ৫ পৃ. ৯৫

…ফিরিস্তাদের গ্রেফতার বনাম আলেমদের গ্রেফতার।

কাবার চেয়েও দামি

হযরত আব্দুল্লাহ ইবনে আমর রা. বলেন,

رأيتُ رسولَ اللهِ ﷺ يطوفُ بالكعبةِ ويقولُ ما أطيبَك وما أطيبَ ريحَك ما أعظمَك وما أعظمَ حُرمتَك والَّذي نفسُ محمَّدٍ بيدِه لحُرمةُ المؤمنِ عند اللهِ أعظمُ من حُرمتِك مالُه ودمُه
আত-তারগীব খ. ৩ পৃ. ২৭৬

…টুপিওয়ালা-দাড়িওয়ালাদের রাজাকার, জঙ্গী-জিএমবি ও তেতুল হুজুর বললে
…কাবার দিকে গুলি।

সৃষ্টি মানুষের জন্য

أَوَلَمْ يَرَوْا أَنَّا خَلَقْنَا لَهُمْ مِمَّا عَمِلَتْ أَيْدِينَا أَنْعَامًا فَهُمْ لَهَا مَالِكُونَ وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ وَلَهُمْ فِيهَا مَنَافِعُ وَمَشَارِبُ أَفَلَا يَشْكُرُونَ
ইয়াসিন: ৭১-৭৩

যে সৃষ্টি মানুষের জন্য সে সৃষ্টির চেয়ে জঘন্য মানুষ

لَهُمْ قُلُوبٌ لاَّ يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لاَّ يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لاَّ يَسْمَعُونَ بِهَا أُوْلئِكَ كَالأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُوْلَـئِكَ هُمُ الْغَافِلُونَ
আরাফ: ১৭৯

…টাটকা জানোয়ার
…কুত্তার কোনো ধর্ম নেই।
…কুকুর ষ্টেশনের ফ্লোরে ঘুমায়, টাকলা মুরাদও এয়ারপোর্টের ফ্লোরে ঘুমায়।
…রাস্তাঘাটে পার্কের
ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে

…কুুকুর বিয়ে না করেই আকাম করে।
…আমার দেহো আমি দেবো।
…তুই কুত্তারেও দে- কুত্তা যাকে খুশি তাকে দেয়।

হারাম কামায়।

وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ
ইসরা: ৭০

یأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ لَا تَأۡكُلُوۤا۟ أَمۡوَ ٰ⁠لَكُم بَیۡنَكُم بِٱلۡباطِلِ
নিসা: ২৯

…সুদ-ঘুশ–মাথায় পিস্তল ঠেকিয়ে–সরকারী রিলিপের চাল–রাস্তা ও পদ্মা সেতুর টাকা–মদ।
চেহারাটা দেখতে ভাল পোষাকটাও…

…২০ বছরের ছেলে চাচা
…ওদের মেয়ে ধর্ষিতা হয়।
…জুতা মারো ঐ বুদ্ধির কপালে
…বে-পর্দা নারী আর কুত্তা।

وَقَرۡنَ فِی بُیُوتِكُنَّ وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ ٱلۡجَـٰهِلِیَّةِ ٱلۡأُولَىٰۖ
আহযাব: ৩৩

কুত্তার চেয়ে জঘণ্য কারা?

…গণধর্ষণ
…বানরের বাচ্চা।
…গরুর বাচ্চা।
…কুত্তারবাচ্চা
…কুত্তা বাবার কাছে চায় না।
…কুত্তাও ভাবে আমার মত জ্ঞান তোর নেই?

কারাগারের খুনি।
أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّه الخ
সুরা হাদিদ: ১৬

…কাফন তৈরি হয়ে।
…পাশের বাঁশঝাড়ে
…বরই গাছে
…ভাবছো ৪০ বছর বাঁচবি অথচ আজরাঈল
…আজানের পর বাকি নামাজ।
…তিন সময় দেখতে আসে।
…নাকের ফুল দুল খুলে
…মরার পর কি করা হয়।

 

তাকওয়ার পুরস্কার

ভূমিকম্পে তিনটি পুরস্কার
১. ভেঙ্গে যাওয়া ঘর বানিয়ে দেয়া
২. কর-ট্যাক্স মাফ হওয়া
৩. অকল্পনীয় জায়গা থেকে রিজিক
…দশ থেকে চাল পঞ্চাশ টাকা

১. সকল কর্ম সহজ হয়ে যাওয়া।

وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا
সুরা তালাক আয়াত: ৪

قال عطاء يسهل الله عليه أمر الدنيا والآخرة
সূত্র: তাফসীরে রাযী খ: ৩০ পৃ: ৩৬

২. ধারনাতীত জায়গা থেকে রিযিকের সন্ধান:

وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
সুরা তালাক আয়াত: ২-৩

এক ঈমানদার চোরের ঘটনা:

أَلَا مَنْ ظَلَمَ مُعَاهِدًا، أَوِ انْتَقَصَهُ، أَوْ كَلَّفَهُ فَوْقَ طَاقَتِهِ، أَوْ أَخَذَ مِنْهُ شَيْئًا بِغَيْرِ طِيبِ نَفْسٍ، فَأَنَا حَجِيجُهُ يَوْمَ الْقِيَامَةِ
সূত্র: সুনানে আবু দাউদ হাদিস: ৩০৫২

لا يدخُلُ الجنَّةَ مَن لا يأمَنُ جارُه بوائِقَه
সূত্র: সহিহ মুসলিম হাদিস: ৪৬

হুজুরের জুতা চুরি
…বক্তার সাথে ডাকাতি
…হুজুর তুমি যাকাত দিলা না কেন?
…সেন্চুরী করলেও সমস্যা নেই, হুজুররা দুই বিয়ে করলে
…বুড়োদের
…ছেড়া জামা
বুড়ো মানুষ
রাজনিতি
যার নাই কোনোগতি
হেলিকপ্টারে ধর্মব্যবাসায়ী
…মোল্লা মারে
…নৌকার মালিক তুই আল্লাহ
…ন্যাশনাল কোম্পানী

فاينما تولوا فثم وجه الله

চোররাও নামাজ পড়তো

وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
সুরা তালাক আয়াত: ২-৩

গুনাহ মাফ করা হয়।
وَمَنْ يَتَّقِ اللهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِه وَيُعْظِمْ لَه أَجْرًا
সুরা তালাক আয়াত: ৫

চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়ে ফেলেছো। কেউ দাম দেয় না।
أن عبدا يشهد عليه أعضاءه بالزلة فيتطاير شعره من جفن عينه تستأذن بالشهادة له فيقول الحق تكلمي يا شعرة جفن عين عبدي واحتجي عن عبدي فتشهد له بالبكاء من خوفه فيغفر له وينادى مناد هذا عتيق الله بشعره
সাফাকাতুন রাবিহা-১৩০ আনওয়ারুল কুরআন ও আসরারুল ফুরকান খ. ৪ পৃ. ২৮৩

মর্যাদা বাড়িয়ে দেয়া হয়।

وَيُعْظِمْ لَه أَجْرًا
সুরা তালাক আয়াত: ৫

দুটি জান্নাত।

وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ
সুরাঃ রহমান আয়াত: ৪৬

الرجل يهمّ بالذنب فيذكر مقامه بين يدي الله فيتركه فله جنتان
সূত্র: তাফসীরে তাবারী খ: ২৩ পৃ: ৫৬

জ্বালিয়ে দিও

أيَّ أبٍ كنتُ لكم

قالوا خيرَ أبٍ

فقال هل أنتم مُطيعيَّ وإلّا أخَذتُ مالي منكم

انظُروا إذا أنا مُتُّ أنْ تَحرِقوني حتى تَدَعوني حُمَمًا ثُمَّ اهرُسوني بالمِهراسِ فَذَرُّونِي فِي الْبَحْرِ فِي يَوْمٍ صَائِفٍ وفي رواية في يومٍ راحٍ لعلِّي أضِلُّ اللهَ

فَجَمَعَهُ اللَّهُ ثُمَّ قَالَ مَا حَمَلَكَ عَلَى الَّذِي صَنَعْتَ قَالَ مَا حَمَلَنِي إِلاَّ مَخَافَتُكَ‏ فَغَفَرَ لَهُ

সূত্র’ সহীহ বুখারী হাদীস: ৬৪৮০

সা’লাবাহ আনসারী রা. এর ঘটনা

فخرج هاربا على وجهه فأتى جبالا بين مكة والمدنية فولجها

ففقده رسول الله صلى الله عليه وسلم أربعين يوما وهي الأيام التي قالوا ودعه ربه وقلى

وأن جبريل نزل على رسول الله صلى الله عليه وسلم فقال يا محمد إن ربك يقرئك السلام ويقول إن الهارب من أمتك بين هذه الجبال يتعوذ بي من ناري

فقال له دفافة لعلك تريد الهارب من جهنم

فقال عمر وما علمك أنه هارب من جهنم

قال لأنه إذا كان في جوف الليل خرج علينا من هذه الجبال واضعا يده على أم رأسه وهو يقول ليتك قبضت روحي في الأرواح وجسدي في الأجساد ولم تجردني لفصل القضاء

فقال يا عمر لا تدخلني عليه إلا وهو يصلى أو بلال يقول قد قامت الصلاة

فما سمع قراءة رسول الله صلى الله عليه وسلم حتى خر مغشيا عليه

فقال له يا ثعلبةُ ما غيَّبَك عنِّي قال ذنبي يا رسولَ اللهِ )

قال أفلا أدلك على أنه يمحو الذنوب والخطايا قال بلى يا رسول الله قال قل اللهم آتنا في الدنيا حسنة وفى الآخرة حسنة وقنا عذاب النار

قال ذنبي أعظم يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم بل كلام الله أعظم

فلما دخل عليه أخذ رسول الله صلى الله عليه وسلم رأسه فوضعه في حجره

فأزال رأسه عن حجر رسول الله صلى الله عليه وسلم

فقال له رسول الله صلى الله عليه وسلم لم أزلت رأسك عن حجري فقال إنه من الذنوب ملآن

فنزل جبريل على رسول الله صلى الله عليه وسلم فقال إن ربك يقرأ عليك السلام يقول لو أن عبدي هذا لقيني بقراب الأرض خطيئة لقيته بقرابها مغفرة

فقال له رسول الله صلى الله عليه وسلم أفلا أعلمه ذلك قال بلى فأعلمه رسول الله صلى الله عليه وسلم ذلك فصاح صيحة فمات فأمر رسول الله صلى الله عليه وسلم بغسله وكفنه وصلى عليه

فجعل رسول الله صلى الله عليه وسلم يمشي على أطراف أنامله

والذي بعثني بالحق ما قدرت أن أضع رجلي على الأرض من كثرة أجنحة لتشييعه من الملائكة
সূত্র: তানযীহুশ শরীয়াহ খ: ২ পৃ: ২৮৩ কিতাবুত তাওয়াবীন ইবনে কুদামা পৃ: ১০৫-১০৮

Check Also

মহররম

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَات وَالأَرْضَ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.