Home > ওয়াজ > মাযহাব

মাযহাব

ইসলাম পরিপূর্ণ

১.
মি’রাজের নিয়ে

২.
اكملت لكم الخ
كثرة المعاني تدل الخ
আগের দ্বীন كامل ছিল।

اكمل الانبياء…اكمل الكتب…اكمل الاديان

 

وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ إِلاَّ رِجَالاً نُّوحِي إِلَيْهِمْ فَاسْأَلُواْ أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لاَ تَعْلَمُونَ
সুরা আম্বিয়া : ৭

ইজতেহাদ করা ও মানার বৈধতা

عَنْ مُعَاذٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ كَيْفَ تَقْضِي ‏فَقَالَ أَقْضِي بِمَا فِي كِتَابِ اللَّهِ ‏قَالَ ‏فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللَّهِ ‏قَالَ فَبِسُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏فَإِنْ لَمْ يَكُنْ فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏قَالَ أَجْتَهِدُ رَأْيِي ‏قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

সূত্র: তিরমিযি হাদিস: ১৩২৭ আহকামুল কুরআন (ইবনুল আরাবী) খ. ১ পৃ. ৫৭৪

إذا حَكَمَ الحاكِمُ فاجْتَهَدَ ثُمَّ أصابَ فَلَهُ أجْرانِ، وإذا حَكَمَ فاجْتَهَدَ ثُمَّ أخْطَأَ فَلَهُ أجْرٌ
সহিহ বুখারী হাদিস: ৭৩৫২

…সর্বকালের সব সমস্যার সমাধান।
মূলনীতি এটাই ফিকহ, এর নাম মাযহাব।
…খৃষ্টধর্মের মত বানাতে চায়।

মাযহাবের ইমামরা নিজের মত প্রতিষ্ঠা করেননি

ইমাম ইবনে তাইমিয়া রহ. থেকে নেয়া যাক।

ان هذه المذاهب لم تكن في زمن النبي صلي الله عليه و سلم ولا عن الصحابة بل تركوا قول النبي صلي الله عليه وسلم والصحابة وابتدعوا خلاف ذلك فهذا كذب عليهم فانهم لم يتفقوا علي مخالفة الصحابة بل هم متبعون للصحابة في اقوالهم
সূত্র: মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়্যাহ খ. ৩ পৃ. ৪০৯

মাযহাব নিয়ে চুলকানীর কারণ কি?

…তাফসীরের অপব্যাখ্যা
…মনগড়া ধর্ম বানানো

রোগ-চাষাবাদ-ব্যবসা-রাজনীতি
ইসলাম কিভাবে মানতে হয়, না জানলে আল্লাহ বলেন,

وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ إِلاَّ رِجَالاً نُّوحِي إِلَيْهِمْ فَاسْأَلُواْ أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لاَ تَعْلَمُونَ
সুরা আম্বিয়া: ৭

ইমামরা অভিজ্ঞা না শায়খরা?

…হাতুড়ি ডাক্তারের কাছে গরীব-মুর্খ
…রোগে মরবে, ঈমানে ক্যান্সার হবে

নবীজি সা. কোন মাযহাব মানতেন?

…আবুলের বিয়ে

… নদীগুলো কোন সাগরের অনুসারী?
... ইমাম কোন ইমামকে মানে?
… প্রধানমন্ত্রী কোন মন্ত্রীকে মানেন?
তিনি সত্যিনকারী

নবীজি সা. হাদিসের কোন কিতাব মানতেন?
…বুখারী তৈরি হয়েছে নবীজির কথা দিয়েই।

তাবেয়ী এবং সাহাবাদেরকে নবীজি সা. মানতেন?

….সাহাবাদের মত ঈমান

وَإِذَا قِیلَ لَهُمۡ ءَامِنُوا۟ كَمَاۤ ءَامَنَ ٱلنَّاسُ
সুরা বাকারা আয়াত: ১৩

নবীজি কোন সাহাবীকে মানতেন?
…তোমরা করলে কুরু কুরু,,,,,

আপনি হানাফী না মুহাম্মাদী?
১. পুরুষ না মানুষ?

মাযহাব এতগুলো কেন?

..সব নদী যেমন সাগরের অনুসারী

মাদীনায় যাবার বন্য ৪ রকম সিস্টেম আছে।
১. হেটে ২. নদীপথে ৩. বিমানে।

…এক বাবার এত সন্তান কেন?
…আমিন বলা
…মানুষ একটা হাত পা চারটা কেন?
…নবীজি সা. এর সকল আমল

বাবা বললেন পানি আনো।
১. গ্লাসে ২. জগে ৩. বোতলে ৪. ড্রামে

وَٱلۡمُطَلَّقتُ یَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ ثَلثَةَ قُرُوۤءࣲۚ
সুরা বাকারা ২২৮

স্বর্ণের পাত একটা দিয়ে ১০ রকম গহনা

وَٱلَّذِینَ جهَدُوا۟ فِینَا لَنَهۡدِیَنَّهُمۡ سُبُلَنَاۚ
আনকাবুত: ৬৯

…তবে সিটিগোল্ড হলে সমস্যা।

আহলে হাদিস নাম

متواتر مشهور عزيز صحيح لعينه صحيح لغيره حسن لينه حسن لغيره ضعيف ضعيف جدا منكر لا اصل له موضوع

…এক নামের কতগুলো ব্যাখ্যা,
…আহলে জাল হাদিসও বলা যায়।

মানুষের খাবারের ধরণ

…এক আদম হাওয়ার সন্তানের খাবার
১. সৌদীর প্রধান খাদ্য খেজুর,
২. হিন্দুস্থানের রুটি আর গোশত।
৩. পশ্চিমাদের আলু।
৪. আমাদের ভাত-মাছ

ইমাম মালেক রহ.

মাদীনায়…
জন্ম,বসবাস,লেখাপড়া,তাদরিস বা বিস্তার, ইন্তেকাল সব কিছু মদীনায়।

মাযহাব…
পশ্চিমা বিশ্বে, স্পেন, মরক্কো, তিউনেশিয়া।

আহমাদ বিন হাম্বল রহ.

ইরাকে…
জন্ম,লেখাপড়া।

মাযহাব
হিজাযে তথা আরবে।

শাফেয়ী রহ.

তিনি জন্মগতভাবে কুরাইশী।

মাযহাব
চলে গেছে আফ্রিকায়।

আবু হানিফা রহ.

কুফা, বসরা, বাগদাদ

মাযহাব
ইরাক, ইরান, আফগান, কাজাকিস্তান,উজবেকিস্তানে, পাকিস্তান, হিন্দুস্তান, বাংলাদেশে।

….এ কাজটি কে করলেন?
…রুহানী আমলের মাযহাব চারটি।

মুসলিমের হাদিস মানে না।

মালিক ইবনু হুওয়াইরিস (রাযিঃ) বলেন ,

أنَّهُ رَأى نَبِيَّ اللهِ ﷺ، وقالَ: حتّى يُحاذِيَ بهِما فُرُوعَ أُذُنَيْهِ
সহিহ মুসলিম: ৩৯১

বুখারীর হাদিস মানে না।

হুযাইফাতুল ইয়ামান রা. বলেন,

أَتى النبيُّ ﷺ سُباطَةَ قَوْمٍ فَبالَ قائِمًا، ثُمَّ دَعا بماءٍ فَجِئْتُهُ بماءٍ فَتَوَضَّأَ
বুখারী হাদিস: ২২৪

যদি বলে বাথরুমে করি,
…যদি বলে ইজতেহাদ করি।
…তোদের আইক্তেল দাতই নেই।
মহিলারা কি করবে?
…ওদের মুখ হা করে দেন।

জুতা পরে নামাজ:

إذا جاء أحدُكم إلى المسجدِ فلينظرْ فإن رأى في نعلَيه قذرًا أو أذًى فلْيَمْسَحْه ولْيُصَلِّ فيهما
সৃুত্র: সুনান আবু দাউদ হাদিস: ৬৫০
সহিহ আল জামে (আলবানী) ৪৬১

দেখা যাবে পাবলিকের জুতা কই পড়ে।

কুরআন মানে না।

وَإِذَا قُرِىءَ الْقُرْآنُ فَاسْتَمِعُواْ لَهُ وَأَنصِتُواْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
সুরা আরাফ আয়াত: ২০৪

ওরা পেছনে সুরা ফাতিহা পড়ে।
…এখানে واتصتوا বলে কেমন জানি আহলে হাদিসদের রদ করেছেন রব।।

ইমামের পিছে কিরাত

لا صَلاةَ لِمَن لَمْ يَقْرَأْ بفاتِحَةِ الكِتابِ.
বুখারী হাদিস: ৭৫৬

এখানে তো মুক্তাদী শব্দ নেই।

مَن كان له إمامٌ فقراءةُ الإمامِ له قراءةٌ

সূত্র: খয়রুল কালাম (ইমাম বুখারী) হাদিস: ৯
মুসান্নাফে ইবনে আবী শায়বা (ইমাম বুখারীর উস্তায) ৩৮০০
মুসান্নাফে আবদুর রাজ্জাক: ২৭৯৭
ত্বহাবী: ১২৯৪

মুসল্লি তিন প্রকার

…আবু হানিফার সাথে বাহাস
…এমপি সাহেবের কাছে দরখাস্ত

Check Also

মহররম

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَات وَالأَرْضَ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.