পেশাব-পায়খানা করছে এমন লোককে সালাম দেওয়া মাকরূহ।কেননা সে অবস্থায় আল্লাহর জিকির তথা সালামের উত্তর বৈধ নয়। অবশ্য কেউ (অজান্তে) সালাম দিয়ে ফেললে ওযূ করার পর তার উত্তর দেওয়া মুস্তাহাব।অথচ তথাকথিত কিছু শায়খ বলছেন, সর্বাবস্থায় সালাম দেওয়া যায়। তারা আরও বলেছেন, পৃথিবীতে কোনো অবস্থায় সালাম দেওয়া নিষেধ এমন কোনো হাদিস নেই। সালাম দেওয়া যাবেনা এরকম জায়গা পৃথিবীতে নেই। মদ খাচ্ছে সালাম দেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন। (নাউযুবিল্লাহ)
তাহলে চলুন, এ সম্পর্কে কোনো হাদিস আছে কি না দেখে নেওয়া যাক। হাদিস শরীফে এসেছে,
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ رَجُلاً مَرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَأَيْتَنِي عَلَى مِثْلِ هَذِهِ الْحَالَةِ فَلاَ تُسَلِّمْ عَلَىَّ فَإِنَّكَ إِنْ فَعَلْتَ ذَلِكَ لَمْ أَرُدَّ عَلَيْكَ
অর্থ: হযরত জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট দিয়ে যাচ্ছিল। তিনি তখন পেশাবরত ছিলেন। সে তাঁকে সালাম করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি আমাকে এ অবস্থায় দেখতে পেলে আমাকে সালাম দিবে না। কারণ তুমি তা করলে আমি তোমার সালামের উত্তর দিতে পারবো না।
সূত্র: সুনানে ইবনে মাজাহ হাদিস: ৩৫২
হাদিসের মান:
এ হাদিসটি সুনানে ইবনে মাজাহ’তে সহিহ সনদে উল্লেখ্য করা হয়েছে। তাছাড়া ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম আলাউদ্দীন মুগলতায়ী, ইবনে মুলাক্কিনসহ আরও অনেক হাদিস বিশারদ উক্ত হাদিসটির সনদের ব্যাপারে প্রশংসা করেছেন।
শুধু তাই নয়, সালাফী বা আহলে হাদিসদের ইমাম শায়খ নাসিরুদ্দী আলবানীও সনদটিকে সহিহ বলেছেন।
সূত্র: সহিহ আল জামে পৃ. ১৬১ হাদিস নং- ৫৭৫
সুতরাং বুঝা গেলো, পেশাব-পায়খানা করা অবস্থায় কাউকে সালাম দেওয়া নবীজি সা. থেকে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। এরপরও যারা এটাকে বৈধতা দিতে চান, তারা হয়তো হাদিস সম্পর্কে অজ্ঞ নতুবা ইসলাম বিদ্বেষী।
এ সম্পর্কে আরো দেখুন-
মুসনাদে আহমাদ হাদিস: ১৮৫৫৫, সুনানে আবূ দাঊদ: ১৭, সুনানে নাসাঈ: ৩৮, দারেমী: ২৬৪১