বর্তমান সময়ে পায়ে হেটে হজ্ব করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এদের মধ্যে এমনো লোক আছে, যারা ঘরের পাশে মসজিদে পায়ে হেটে নামাজও পড়তে যায় না। লোক দেখানো ও ধর্মীয় এ আবেগকে ইসলাম প্রশ্রয় দেয় না। যদি এ ব্যাপারে লোক দেখানো উদ্দেশ্য হয়, তাহলে তার হজ্ব আদায় হবে না। তবে সহজ মাধ্যমে হজ্বে যেতে সক্ষম হবার পরও এভাবে নিজেকে কষ্ট দিয়ে পায়ে হেটে হজ্বে যাওয়া উচিত নয়, বরং নিজের সাধ্যানুপাতে সহজ মাধ্যমে হজ্বে গমণ করা উচিত। উপরন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হজ্ব করেননি, করতে উৎসাহও দেননি। তাই এটাকে সুন্নাহ মনে করার সুযোগ নেই। হাদিস শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمَّا بَلَغَهُ أَنَّ أُخْتَ عُقْبَةَ بْنِ عَامِرٍ نَذَرَتْ أَنْ تَحُجَّ مَاشِيَةً قَالَ إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ نَذْرِهَا مُرْهَا فَلْتَرْكَبْ
অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, উকবাহ ইবনে আমের রা. এর বোন পায়ে হেটে হজ্ব করার মানত করেছেন, তখন তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তার এরূপ মানতের মুখাপেক্ষী নন। তাকে যানবাহনে চড়ে হজ্বে আসার নির্দেশ দাও। -সুনানে আবু দাউদ, হাদিস : ৩২৯৭
সুতরাং আবেগ দিয়ে নয়, শরীয়াহ মোতাবেক ইসলামের প্রত্যেকটি বিধান পালন করা উচিৎ।