Home > কুরবানীর মাসআলা > কুরবানী কোন দিন করা উত্তম?

কুরবানী কোন দিন করা উত্তম?

 

কুরবানী মোট তিনদিন করা যায়। জিলহজ্ব মাসের ১০/১১/১২ তারিখ। কিন্তু প্রথম দিন করা উত্তম। কারণ হাদিসে এসেছে,

عن عبد الله بن عباس رضي الله عنه النحر يومان بعد يوم النحر و أفضلها يوم النحر

অর্থ: কুরবানী ঈদের পরেও দুই দিন করা যাবে। তবে উত্তম হচ্ছে ঈদের দিন।
সূত্র: আহকামুল কুরআন (তহাবী) হাদিস: ১৫৭০

Check Also

মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.