আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন,
أنَّ رَجُلًا مِنْ أهْلِ الباديةِ كان اسْمُه زاهِرًا، وكان يُهدي إلى رَسولِ اللهِ صلّى اللهُ عليه وسلَّمَ الهَديَّةَ من الباديةِ، فيُجَهِّزُه رسولُ اللهِ صلّى اللهُ عليه وسلَّمَ إذا أرادَ أنْ يَخرُجَ، فقال النَّبيُّ صلّى اللهُ عليه وسلَّمَ: إنَّ زاهِرًا باديَتُنا، ونحن حاضِروه. وكان النَّبيُّ صلّى اللهُ عليه وسلَّمَ يُحِبُّه، وكان رَجُلًا دَميمًا، فأتاه النَّبيُّ صلّى اللهُ عليه وسلَّمَ يَوْمًا وهو يَبيعُ متاعَه، فاحْتَضَنَه مِنْ خَلْفِه ولا يُبصِرُه الرَّجُلُ، فقال: أرْسِلْني مَنْ هذا؟ فالتَفَتَ فعَرَفَ النَّبيَّ صلّى اللهُ عليه وسلَّمَ، فجَعَلَ لا يَأْلو ما أَلصَقَ ظَهْرَه بِصَدْرِ النَّبيِّ صلّى اللهُ عليه وسلَّمَ، حينَ عَرَفَه، وجَعَلَ النَّبيُّ صلّى اللهُ عليه وسلَّمَ يقول: مَنْ يَشْتَري العَبْدَ؟ فقال: يا رسولَ اللهِ، إذَنْ واللهِ تَجِدُني كاسِدًا، فقال النَّبيُّ صلّى اللهُ عليه وسلَّمَ: لَكِنْ عندَ اللهِ لَستَ بِكاسِدٍ، أو قال: لَكِنْ عندَ اللهِ أنت عند اللهِ غالٍ
যাহির (ইবনে হিযাম আশজায়ী আল বাদরী রা.) নামে এক বেদুঈন প্রায়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হাদিয়া দিতেন। যখন তিনি চলে যেতে উদ্যত হতেন তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যাহির আমাদের পল্লিবন্ধু, আর আমরা তার শহুরে বন্ধু। তিনি কালো হলেও নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন। একবার তিনি (বাজারে) বেচাকেনা করছিলেন এমন সময় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পেছন দিক থেকে এমনভাবে জড়িয়ে ধরলেন যে তিনি পেছনের ব্যক্তিকে দেখতে পাচ্ছিলেন না। তারপর তিনি বলে উঠলেন, কে আপনু? আমাকে ছেড়ে দিন। দৃষ্টিপাত করতেই তিনি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখে তাঁর পিঠ আরও নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বুকের সাথে মিলালেন। এরপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ গোলামটিকে কে ক্রয় করবে? যাহির বললেন, হে আল্লাহর রাসূল! আমাকে বিক্রি করলে তো কেবল অচল মুদ্ৰাই পাবেন। এরপর তিনি বললেন, কিন্তু তুমি আল্লাহর নিকট অচল নও। অথবা তিনি বলেছেন, আল্লাহর নিকট তোমার উচ্চমর্যাদা রয়েছে। -মুসনাদে আহমাদ : হাদিস নং : ১২৬৪৮
Check Also
দরুদের ওসিলায় কবরবাসীর মাফ
ইবনে হাজার হাইতামি রহি. ও ইমাম সাখাবী রহি. বলেন, وجاءت امرأة إلى الحسن البصري فقالت: توفّيت …