Home > ঘটনাবালী > বৃদ্ধিরোধ তো জান্নাতে যাবে না :

বৃদ্ধিরোধ তো জান্নাতে যাবে না :

হযরত হাসান বসরী রহি. থেকে বর্ণিত,  তিনি বলেন,
أنَّ امرأةً عجوزًا جاءتْهُ تقولُ لَهُ: يا رسولَ اللهِ ادع اللهَ لي أنْ يدْخِلَني الجنةَ فقال لَها: يا أمَّ فلانٍ إِنَّ الجنَّةَ لا يدخلُها عجوزٌ وانزعجَتِ المرأةُ وبكَتْ ظنًّا منها أنها لن تدخلَ الجنةَ فلما رأى ذلِكَ منها بيَّنَ لها غرضَهُ أنَّ العجوزَ لَنْ تدخُلَ الجنَّةَ عجوزًا بل يُنشِئُها اللهُ خلقًا آخرَ فتدخلُها شابَّةً بكرًا وتَلا عليها قولَ اللهِ تعالى: إِنّا أَنشَأْناهُنَّ إِنشاءً فَجَعَلْناهُنَّ أبْكًارًا عُرُبًا أُتْرابًا
একবার এক বৃদ্ধ মহিলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে নিবেদন পেশ করে বললেন, হে আল্লাহর রাসুল, আপনি আমার জন্য জান্নাত লাভের দোআ করুন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমুকের মা! বৃদ্ধারা তো বেহেশতে যাবে না। একথা শুনে বৃদ্ধা খুবই উৎকন্ঠিত হলেন, এমনকি কাঁদতে শুরু করে দিলেন। তিনি ভাবলেন যে, কক্ষনোই তার বেহেশতে যাওয়া হবে না। বৃদ্ধার অবস্থা দেখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বললেন যে, কোনো বৃদ্ধ মহিলা বৃদ্ধাবস্থায় বেহেশতে প্রবেশ করবে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে নতুন সৃষ্টিতে রূপান্তরিত করবেন। অতঃপর পূর্ণযৌবনা-কুমারী হয়ে জান্নাতে প্রবেশ করবেন। এরপর তিনি কুরআনের এ আয়াতটি পড়ে শোনালেন,
إِنّا أَنشَأْناهُنَّ إِنشاءً فَجَعَلْناهُنَّ أبْكًارًا عُرُبًا أُتْرابًا
নিশ্চয় আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করবো, অতঃপর তাদেরকে বানাবো কুমারী, সোহাগিনী ও সমবয়সী। -আল-মু‘জামুল আওসাত : হাদিস নং : ৫৫৪৫

Check Also

দরুদের ওসিলায় কবরবাসীর মাফ

ইবনে হাজার হাইতামি রহি. ও ইমাম সাখাবী রহি. বলেন, وجاءت امرأة إلى الحسن البصري فقالت: توفّيت …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.