করোনা ভ্যাক্সিন ইনজেকশনের মাধ্যমে নেয়া হয়। আর ইনজেকশনের মাধ্যমে কোন ঔষধ পেটে গেলেও যেহেতু খাদ্যনালী দিয়ে যায় না, ফলে সেটা আহারের অন্তর্ভুক্ত হবে না। যেমন নবীজি সা: সুরমা ব্যবহার করেছেন। হাদিসে আসছে,
عن عائشة أم المؤمنين اكتَحلَ رَسولُ اللَّهِ صلّى اللَّهُ عليهِ وسلَّمَ وَهوَ صائمٌ
অর্থাৎ হযরত আয়েশা রা. বলেন নবিজি স: রোযা অবস্থায় চোখে সুরমা ব্যবহার করতেন।
সূত্র: ইবনে মাজা হাদিস-১৬৭৮ (হাদিস সহীহ) ফাতাওয়া হিন্দিয়া খ: ১ পৃ: ২০৩ রদ্দুল মুহতার খ:২ পৃ:৩৯৫
সুতরাং ইনজেকশনে মাধ্যমে ভ্যাক্সিন নেয়া কেমন যেন সুরমা প্রবেশ করার মত।