Home > রোযা > করোনা ভ্যাক্সিন রোযা নষ্ট হবে কি?

করোনা ভ্যাক্সিন রোযা নষ্ট হবে কি?

করোনা ভ্যাক্সিন ইনজেকশনের মাধ্যমে নেয়া হয়। আর ইনজেকশনের মাধ্যমে কোন ঔষধ পেটে গেলেও যেহেতু খাদ্যনালী দিয়ে যায় না, ফলে সেটা আহারের অন্তর্ভুক্ত হবে না। যেমন নবীজি সা: সুরমা ব্যবহার করেছেন। হাদিসে আসছে,

عن عائشة أم المؤمنين اكتَحلَ رَسولُ اللَّهِ صلّى اللَّهُ عليهِ وسلَّمَ وَهوَ صائمٌ

অর্থাৎ হযরত আয়েশা রা. বলেন নবিজি স: রোযা অবস্থায় চোখে সুরমা ব্যবহার করতেন।
সূত্র: ইবনে মাজা হাদিস-১৬৭৮ (হাদিস সহীহ) ফাতাওয়া হিন্দিয়া খ: ১ পৃ: ২০৩ রদ্দুল মুহতার খ:২ পৃ:৩৯৫

সুতরাং ইনজেকশনে মাধ্যমে ভ্যাক্সিন নেয়া কেমন যেন সুরমা প্রবেশ করার মত।

Check Also

ইমাম সাহেবের হুজরায় যেতে পারবে কি না?

إن خرج من غير عذر ساعة فسد اعتكافه অর্থাৎ কোনো প্রয়োজন ছাড়া যদি ইতিকাফকারী ব্যক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.