Home > ফাযায়েলে আ'মাল > এক সেকেন্ডে কয়েকশ কোটি নেকীর আমল

এক সেকেন্ডে কয়েকশ কোটি নেকীর আমল

 

হযরত উবাদা ইবনে সামিত রা. বলেন, আমি নবীজি সা. থেকে বলতে শুনেছি,

مَنِ استغفَر للمؤمنين والمؤمناتِ كتَب اللهُ له بكلِّ مؤمنٍ ومؤمنةٍ حسنةً

অর্থ: যে ব্যক্তি ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীর জন্য ক্ষমার প্রার্থনা করবে, আল্লাহ তা‘আলা তাকে প্রত্যেক ঈমানদার পুরুষ এবং নারীর ক্ষমা প্রার্থনার বিনিময়ে একটি করে নেকি লিখে দেবেন।
সূত্র: মাজমাউয যাওয়ায়েদ খ. ১০ পৃ. ২১৩

সনদ:

ইমাম তবরানী রহ. ইমাম হাইসামী রহ. সহ আহলে হাদিসের ইমাম শায়খ নাসিরুদ্দিন আলবানীও হাদিসটির সনদ হাসান বলেছেন।

সূত্র: মাজমাউয যাওয়ায়েদ খ. ১০ পৃ. ২১৩ সহিহ আল জামে হাদিস: ৬০২৬

Check Also

যে আমলে জান্নাতে একটি ঘর নির্মিত হয়:

  وَعَنْ أُمِّ المُؤْمِنِينَ أُمِّ حَبِيبَةَ رَمْلَةَ بِنْتِ أَبِي سُفْيَانَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَتْ سَمِعتُ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.