হযরত উবাদা ইবনে সামিত রা. বলেন, আমি নবীজি সা. থেকে বলতে শুনেছি,
مَنِ استغفَر للمؤمنين والمؤمناتِ كتَب اللهُ له بكلِّ مؤمنٍ ومؤمنةٍ حسنةً
অর্থ: যে ব্যক্তি ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীর জন্য ক্ষমার প্রার্থনা করবে, আল্লাহ তা‘আলা তাকে প্রত্যেক ঈমানদার পুরুষ এবং নারীর ক্ষমা প্রার্থনার বিনিময়ে একটি করে নেকি লিখে দেবেন।
সূত্র: মাজমাউয যাওয়ায়েদ খ. ১০ পৃ. ২১৩
সনদ:
ইমাম তবরানী রহ. ইমাম হাইসামী রহ. সহ আহলে হাদিসের ইমাম শায়খ নাসিরুদ্দিন আলবানীও হাদিসটির সনদ হাসান বলেছেন।
সূত্র: মাজমাউয যাওয়ায়েদ খ. ১০ পৃ. ২১৩ সহিহ আল জামে হাদিস: ৬০২৬