Home > ফাযায়েলে আ'মাল > ফিরিস্তাদের দুআ পাওয়ার আমল

ফিরিস্তাদের দুআ পাওয়ার আমল

 

হযরত আবু দারদা রা. বলেন, নবীজি সা. বলেছেন,

مَنْ دَعَا لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ

অর্থ: যে লোক তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দু’আ করে, তার জন্য একজন নিয়োজিত ফেরেশতা ‘আমীন’ বলতে থাকে আর বলে, তোমার জন্যও অনুরূপ।
সূ্ত্র: সহিহ মুসলিম হাদিস: ২৭৩২

Check Also

যে আমলে জান্নাতে একটি ঘর নির্মিত হয়:

  وَعَنْ أُمِّ المُؤْمِنِينَ أُمِّ حَبِيبَةَ رَمْلَةَ بِنْتِ أَبِي سُفْيَانَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَتْ سَمِعتُ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.