গ্রাম্য মহিলা শহরে আসবে। স্বামী বলে দিয়েছে, শোনো, শহরে সবাই শুদ্ধ ভাষায় কথা বলে। তোমাকেও বলতে হবে। কেউ যদি আমার পরিচয় জিজ্ঞাসা করে, তাহলে ‘ওমুকের বাপ’ ‘তমুকের বাপ’ এসব বলবে না, বলবে সে আমার হাজবেন্ড।
শহরে আসার পর বাসার পাশের মহিলারা জিজ্ঞাসা করার পর মহিলা বলল, সে আমার হাপপ্যান্ট। পাশের একজন হেসে দিয়ে বলল, বেশি ভাব মারাতে গিয়ে মান- ইজ্জত সব গেছে।
উপদেশ:
আমরা অমুসলিমদের ধাচে আধুনিক হতে গিয়ে আমাদের ঈমানও হারিয়ে গেছে।