যখন আয়না আবিস্কার হয়েছিলো, সে সময় জনৈক হুজুর যুবক আয়নায় মুখ দেখে দাঁড়ি, চুল ঠিক করে। দুর থেকে একদিন ভাবি খেয়াল করে ভাবছে আয়নায় কি দেখে একটু বুঝা দরকার। যুবক ঘর থেকে বের হয়ে গেলে ভাবি ঘরে ঢুকে আয়নার দিকে তাকিয়ে দেখে ভেতরে এক মহিলা। শাশুড়ির কাছে বিচার দিল মা, আপনার ছেলে নষ্ট হয়ে গেছে ।
: কেন?
: সে একজন মহিলারে আয়নার মধ্যে নিয়ে সব সময় ঘুটুরমুটুর করে।
: দেখি কই?
শাশুড়ি এবার আয়নার সামনে এসে দেখে ভেতরে এক বুড়ি মহিলা। মেজাজটাই গরম এক বুড়ির সাথে এসব কেমনে করলি?
শিক্ষা: যুবকেরও দোষ নেই, আয়নারও দোষ নেই। ঠিক তেমনি ইসলামেরও দোষ নেই, মোল্লাদেরও দোষ নেই। দোষ খোদাদ্রোহী ও নাস্তিক্যবাদের মুর্খতার।